Ajker Patrika

বিসিবির ওয়েবসাইটে পড়ে আছে ৫ বছর আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ০৯
বিসিবির ওয়েবসাইটে পড়ে আছে ৫ বছর আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটিগুলোয় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এসেছে গত ডিসেম্বরে। কিন্তু বিসিবির ওয়েবসাইট বলছে ভিন্ন কথা!

কমিটিগুলোর বর্তমান মেয়াদ প্রায় তিন মাস হতে চলেছে, কিন্তু বিসিবির অফিশিয়াল সাইট পড়ে আছে পাঁচ বছর আগে। গতকাল রাতেও স্ট্যান্ডিং কমিটি বিভাগে দেখা গেল, ২০১৭ সালের ডিসেম্বরে গঠিত স্ট্যান্ডিং কমিটিই বহাল আছে। বিসিবির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখনো ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানই আছেন। অথচ গত ডিসেম্বরে আকরামের জায়গায় এসেছেন জালাল ইউনুস। একইভাবে পরিবর্তন আসা বাকি কমিটিগুলোর চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানদের আগের নামই থেকে গেছে। যুক্ত হয়নি নতুন কমিটি বাংলাদেশ টাইগার্সের নামও।

যে মিডিয়া বিভাগের অধীন ওয়েবসাইটটি, সেটির বর্তমান প্রধান তানভীর আহমেদ টিটু। বিসিবির নতুন মিডিয়া বিভাগের প্রধান এরই মধ্যে নিজের কার্যক্রমে বেশ প্রশংসা কুড়িয়েছেন। মিডিয়া বিভাগের দায়িত্ব পেয়েই তানভীর দৃশ্যমান কিছু পরিবর্তনও এনেছেন। তাঁর লক্ষ্য, বিসিবির মিডিয়া বিভাগকে আরও সক্রিয়, প্রাণবন্ত, যুগোপযোগী ও আকর্ষণীয় করে তোলা। অথচ তাঁর নামটিই নেই ওয়েবসাইটে দেওয়া স্ট্যান্ডিং কমিটির তালিকায়।

যদিও গত অক্টোবরের নির্বাচনে বিজয়ী পরিচালকদের নিয়ে গড়া নতুন পরিচালনা পর্ষদের তালিকা হালনাগাদ করা হয়েছে। কিন্তু স্ট্যান্ডিং কমিটির তালিকা কেন পরিবর্তন হয়নি, সে ব্যাখ্যায় তানভীর গতকাল আজকের পত্রিকাকে বলছেন, ‘এক থেকে দুই মাস সময় লাগবে। একটা একটা করে ধরেছি। ওয়েবসাইট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম—সব আমরা ঢেলে সাজাচ্ছি। ওয়েবসাইট এখনো ধরা হয়নি। এ মুহূর্তে ফেসবুক নিয়ে কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করব। আশা করি, মাস দুয়েকের মধ্যে সংস্কারের কাজ অনেকটা হয়ে যাবে।’

ডিজিটাল প্ল্যাটফর্মে বিসিবি কতটা পিছিয়ে, ওয়েবসাইটে স্ট্যান্ডিং কমিটির হালনাগাদ তথ্য না থাকা একটা উদাহরণ মাত্র। অথচ একটা সময় অন্য ক্রিকেট বোর্ডগুলোর তুলনায় বিসিবির ওয়েবসাইটই ছিল বেশি সক্রিয়, আকর্ষণীয়। দেশের বাইরের অনেকের প্রশংসাও কুড়িয়েছে তখন ওয়েবসাইটটি। আর গত কয়েক বছরে এটির চিত্র ছিল পুরো উল্টো। প্রযুক্তির উৎকর্ষে প্রতিটি বোর্ডই নিজেদের ওয়েবসাইট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম আরও উন্নত ও দর্শকপ্রিয় করে তুলতে সচেতন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের হালনাগাদ তথ্য, ছবি, ভিডিও, সূচি, টিকিট বিক্রি, লাইভ স্কোর, পরিসংখ্যান, খেলোয়াড় পরিচিতি, ফিচার—কী পাওয়া যায় না সেখানে? অথচ বিসিবি এই জায়গাটায় পড়ে আছে পেছনে।

নতুন মিডিয়া কমিটির প্রধান তানভীরের চ্যালেঞ্জ কত বড়, নিশ্চয়ই বোঝা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত