Ajker Patrika

অভিযোগ ভিত্তিহীন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৪
অভিযোগ ভিত্তিহীন

নকশা অনুমোদনকে কেন্দ্র করে মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান।

গতকাল সোমবার বেলা ১২টায় পৌর কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাঙ্গালীপুর নিজপাড়ার গাউসুল আজম ফারুকী নামের এক ব্যক্তি নামে বাড়ির নকশা অনুমোদনের নামে এক লাখ টাকা দাবির অভিযোগে আদালতে একটি মামলা করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কেননা মামলার আরজিতে যে সময় উল্লেখ করা হয়েছে, প্রকৃত পক্ষে ওই সময় মেয়র নির্বাচিতই হননি বলে দাবি করেন তিনি।

মেয়র রাফিকা আরও বলেন, গাউসুল আযম ফারুকীর নির্মাণাধীন ছয়তলা বাসভবনের নকশা আগের পরিষদ বাতিল করেছেন। সেই সময় তিনি আদালতে মামলা করেছেন। আদালত পৌরসভার পক্ষে রায় দেন। সেই সময় মেয়রের দায়িত্বে না থাকলেও ওই ব্যক্তি হয়রানি করার উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলাটি করেছেন। শুধু তাই নয়, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন। এ জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে খুব শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত