Ajker Patrika

অভিষেকের দশম শ্রেণি পাসের চ্যালেঞ্জ

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৯: ৪১
অভিষেকের দশম শ্রেণি পাসের চ্যালেঞ্জ

মুখ্যমন্ত্রী হয়েও দুর্নীতির দায়ে তিনি জেলে! অষ্টম শ্রেণি পাস মুখ্যমন্ত্রীকে পদে পদে নাস্তানাবুদ করে ছাড়েন জেলার। হঠাৎ একদিন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজনে। কথায় কথায় জেলার তাঁকে অশিক্ষিত-নিরক্ষর বলে অপমান করেন। এরপরই অষ্টম শ্রেণি পাস মুখ্যমন্ত্রীর জেদ চেপে বসে। জেলে বসেই দশম শ্রেণি পাস করার প্রতিজ্ঞা করেন। শুরু হয় জেলে বসে পড়াশোনার প্রস্তুতি। তারপর? বাকিটা বলবে অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘দশভি’।

সিনেমার মুখ্যমন্ত্রী গঙ্গা রামের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অভিষেক ছাড়াও ‘দশভি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিমরিত কউর এবং ইয়ামি গৌতম। এই প্রথম অভিষেকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নিমরিতকে। অভিষেকের স্ত্রী বিমলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন নিমরিত, যিনি সাধারণ গৃহিণী থেকে রাজনীতির আঙিনায় এসে মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন। অন্যদিকে, এই সিনেমায় কড়া জেলারের চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। ‘দশভি’র মূল গল্প জেল ও শিক্ষার গুরুত্ব নিয়ে।

অভিষেক জানিয়েছেন, বরাবরই তিনি মাঝারি মানের ছাত্র ছিলেন। পড়াশোনার চেয়ে স্কুলের স্পোর্টস কিংবা নাটকই তিনি উপভোগ করতেন বেশি। তাই শিক্ষা নিয়ে তৈরি সিনেমাটি নিয়েও বিশেষ ভয়ে আছেন। কী রেজাল্ট আসে। ছেলেবেলা ও পরীক্ষার ফল নিয়ে কথা বলছিলেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক। এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘ছোটবেলায় মাঝে মাঝে পরীক্ষার ফল খারাপ হতো। বাবা-মা খুব বকাঝকা করতেন না ঠিকই, তবে ঠান্ডা গলায় মনে করিয়ে দিতেন, তাঁর পড়াশোনার খরচ চালাতে প্রচুর পরিশ্রম করছেন দুজনে। তাই অভিষেকেরও উচিত, সেটা মাথায় রেখে সময় নষ্ট না করে পড়ায় মন দেওয়া। সেটা বকাঝকা করার চেয়ে কোনো অংশে কম ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত