Ajker Patrika

মাদক সেবনে নিষেধ করায় পিটিয়ে জখম

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০: ০৪
মাদক সেবনে নিষেধ করায় পিটিয়ে জখম

মাদক সেবন করতে নিষেধ করায় কামাল হোসেন (৪০) নামে এক মাছ বিক্রেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বন্দর উপজেলার কাইক্কারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামাল বন্দরের চর শ্রীরামপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে। এ ঘটনায় তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মাছ বাজারে কামাল এসে পৌঁছালে তাঁর ওপর কয়েকজন অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে হুমকি-ধমকি দিয়ে চলে যায়।

ঘটনার পর কামাল জানান, মাদক সেবনে বাধা দেওয়া নিয়ে স্থানীয় বাসিন্দা নাসির, সালাউদ্দিন ও নুর উদ্দিনের সঙ্গে কিছুদিন আগে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। সেই জেরে তাঁরা লোকজন নিয়ে এসে তাঁকে মারধর করে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক আসমা আক্তার বলেন, ‘মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত