Ajker Patrika

‘যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
‘যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে হবে’

যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলার মাঠে ফেরাতে হবে। সব প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়রস কাপ-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ক্রিকেট ও ভলিবল—এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’, যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলার মূলকথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারি মনোভাব তৈরি করে। এ ছাড়া সবাই মিলে অপরিকল্পিত ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি। বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের ফেরাতে পারব। নতুন প্রজন্মকে আমরা বাঁচাতে পারব। মেয়র সাহেব পাড়া-মহল্লায় খেলার পরিবেশ তৈরি করছেন। আমাদেরও এখানে নিয়ে এসেছেন। এ জন্য মেয়রকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহাম্মদ হাবিব হাসান এমপি, এ কে এম রহমত উল্লাহ এমপি ও শবনম জাহান শীলা প্রমুখ।

ডিএনসিসি মেয়র’স কাপের উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত