Ajker Patrika

বকেয়া পাওনার দাবিতে পাটকল শ্রমিকদের মিছিল

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৭
বকেয়া পাওনার দাবিতে পাটকল শ্রমিকদের মিছিল

খুলনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ৫ পাটকল শ্রমিকেরা বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে মিছিল সমাবেশ করেছে। গত শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।

পাটকলগুলো হলো খালিশপুর, দৌলতপুর, চট্টগ্রামের কেএফডি, আর আর এবং সিরাজগঞ্জের জাতীয় জুটমিল।

কারখানা কমিটি এ কর্মসূচির ডাক দেয়। গত শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস গোল চত্বর থেকে এ মিছিল শুরু হয়ে নতুন রাস্তা ঘুরে গোল চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মনি এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। সমাবেশে বক্তব্য রাখেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, দৌলতপুর জুট মিলস কারখানা কমিটির সাধারণ সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন, যশোর-খুলনা আঞ্চলিক বদলি কমিটির আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, সদস্যসচিব আব্দুর রাজ্জাক তালুকদার, শ্রমিকনেতা মো. নুরুল ইসলাম, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ।

সমাবেশে বক্তারা বলেন, মহামারি করোনার কারণে ২০২০ সালের ৩০ জুন পাটকল বন্ধের পর থেকে পাটকল শ্রমিকেরা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অনতিবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় বক্তারা চাকরিহারা ও ক্ষতিগ্রস্ত ৫ পাটকলের শ্রমিকদের মজুরি কমিশন ২০১৫ অনুযায়ী প্রাপ্য বেতন ও বকেয়াসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত