Ajker Patrika

‘সংরক্ষিতের মধ্যে নারীদের আবদ্ধ রাখা ঠিক হবে না’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
‘সংরক্ষিতের মধ্যে নারীদের  আবদ্ধ রাখা ঠিক হবে না’

নারীদের ‘সংরক্ষিত’র মধ্যে আবদ্ধ করে রাখা ঠিক হবে না। যোগ্যতা-দক্ষতা দেখিয়ে যোগ্য আসনে বসার স্থানটি তাঁদের নিজেদের অর্জন করে নিতে হবে। গতকাল শনিবার বরিশাল নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বিভাগের তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সঙ্গে সংসদ সদস্যদের এ মতবিনিময় সভা হয়। এতে অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও সংরক্ষিত আসনের সদস্য সৈয়দা রুবিনা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন।

বেসরকারি সংস্থা রূপান্তর আয়োজিত এ সভায় ইউনিয়ন ও উপজেলা পরিষদের নারী জনপ্রতিনিধিরা অংশ নেন। তাঁরা তৃণমূলে নারী জনপ্রতিনিধিদের নানা সংকটের কথা তুলে ধরেন। 
উন্মুক্ত আলোচনায় নারী জনপ্রতিনিধিরা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু সরকারি কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ আছে। রাজনৈতিক দলের কমিটিতে মোট পদের ৩৩ ভাগ নারী রাখার নিয়ম কেউ মানছেন না। তাঁদের জন্য শুধু মহিলাবিষয়ক সম্পাদক পদটিই বরাদ্দ থাকে। স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নে নারী প্রার্থীর যোগ্যতার চেয়ে তাঁর স্বামী বা পিতার পরিচয়কে বেশি বিবেচনা করা হয়। স্বাধীনতার ৫০ বছর পরও কেন নারীদের অধিকার নিয়ে সভা-সেমিনার করে কথা বলতে হবে?

সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার বলেন, ‘নারী’ এই পরিচয়ে সংরক্ষিত কোটায় পদায়ন করা হলে অযোগ্যরাও যোগ্য চেয়ারে বসার সুযোগ পেয়ে পাবেন। তাই নারীদের সংরক্ষিত কোটার চিন্তা বাদ দিয়ে পুরুষের সঙ্গে সমান প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।

সংসদ সদস্য মো. শাহে আলম বলেন, ‘নারীরা দ্বিতীয় শ্রেণির নাগরিক, এ চিন্তা সবার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তা হলেই সমাজের নারী-পুরুষ বৈষম্যের পরিবর্তন আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত