Ajker Patrika

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৭
বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ইউসুফ ওরফে সবুজ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ৯টি বড় ছোরা উদ্ধার করা হয়।

গতকাল দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে খানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ দক্ষিণ খানপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ইউসুফ দীর্ঘদিন থেকে এলাকায় চাঁদাবাজি, মানুষকে হুমকি–ধামকি ও বিভিন্ন বিষয় নিয়ে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয় দেখিয়ে আসছিল। সম্প্রতি খানপুর গ্রামের এক প্রতিবেশীর সঙ্গে বিরোধের জের ধরে মোটরসাইকেলসহ তার লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দেয় ইউসুফ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে তাকে শনাক্ত করার পর বুধবার রাতে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পরে খানপুর থেকে অস্ত্র, গুলি ও ছোরাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত