Ajker Patrika

জন্মনিবন্ধন সনদের সঙ্গে লাল গোলাপ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫০
জন্মনিবন্ধন সনদের সঙ্গে লাল গোলাপ

কক্সবাজারের উখিয়ায় ভালোবাসা দিবসে জন্মনিবন্ধনের সঙ্গে লাল গোলাপ উপহার পেয়েছেন হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দারা। গতকাল সোমবার দিনব্যাপী ‘সেবা মূলক ভালোবাসা’ শীর্ষক ব্যতিক্রমী এই কার্যক্রমের উদ্যোগ নেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

এ সময় একটি করে লাল গোলাপ আর জন্মনিবন্ধন সনদ নিয়ে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে যান; তুলে দেন জন্মনিবন্ধনপ্রত্যাশীদের হাতে।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ সদস্য সরোয়ার কামাল বাদশা বলেন, ‘সকালে চেয়ারম্যান এক হাতে গোলাপ এবং আরেক হাতে ৩০০ জন্মনিবন্ধন নিয়ে আমাদের এলাকায় এসে বিতরণ করেন।’

স্বয়ং চেয়ারম্যানের হাত থেকে বহুল প্রতীক্ষিত জন্মনিবন্ধন সনদ, একই সঙ্গে বসন্তের প্রথম দিনে গোলাপ উপহার পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ।

হলদিয়া পালং ইউনিয়নের সিকদারপাড়ার কফিল উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান নিজে ফুল আর জন্ম নিবন্ধন নিয়ে আমার কাছে আসবেন, তা-ও ভালোবাসার দিনে এমন কল্পনা কখনোই করিনি। খুবই ভালো লাগছে দরকারি জন্মনিবন্ধনের সঙ্গে লাল গোলাপ পেয়ে।’

উখিয়ার স্থানীয় সাংবাদিক জসিম আজাদ বলেন, এ ধরনের ব্যতিক্রমী কার্যক্রম জনপ্রতিনিধিদের জবাবদিহির বাস্তবায়নের অংশ। জনগণের প্রতি একজন চেয়ারম্যানের এই ভালোবাসা দেশের অন্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা, জনগণের সেবা করা। ভালোবাসা দিবসটি আমার ইউনিয়নের জনগণের সঙ্গে সেবা ও ভালোবাসা দিয়ে পালন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত