Ajker Patrika

কুমারখালীতে আগ্রহ বাড়ছে টিকার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
কুমারখালীতে আগ্রহ বাড়ছে টিকার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দিন দিন কদর বেড়েই চলেছে করোনা টিকার। মেসেজ না পেলেও টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমাচ্ছেন শত শত এলাকাবাসী।

গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন টিকার জন্য। নারী ও পুরুষেরা একাধিক লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। মানা হচ্ছ না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। মাত্র দুজন আনসার সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। হাজার হাজার গ্রহীতাকে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাফেজা খাতুন বলেন, ‘মহিলাদের লাইনে প্রচুর ভিড়। প্রায় সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রথম ডোজের টিকা নিতে হয়েছে।’

পান্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তহিতুল শেখ বলেন, ‘৮ আগস্ট আবেদন করেছিলাম। এসএমএস এসেছে কি না টের পাইনি। আজ হঠাৎ হাসপাতালে টিকা নিতে এসে দেখি খুব ভিড়। আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘ হাসপাতালে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। নেই কোনো স্বাস্থ্যবিধি। জরুরি বিভাগ ও ভর্তিকৃত রোগীদের কাছে যাওয়ার পথ অবরোধ করে লাইন দিয়েছে গ্রহীতারা। এতে আগত রোগী ও স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ‘দিনে তিন হাজার মানুষকে টিকা প্রদান করা হয়। দিনে দিনে টিকার প্রতি মানুষের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উপজেলায় টিকার জন্য আবেদন জমা পড়েছে এক লাখ ৫৪ হাজার ১৭০টি। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এক লাখ ১৫ হাজার ৭৯৮ জনকে। আর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৯ হাজার ৮৯৬ জনকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত