যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত না হলেও ১২ ফ্রেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে সিনেমাটির। তারও আগে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।
১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চুর জীবনের শেষ অভিনীত সিনেমা হিসেবে বিশেষভাবে তাঁকে স্মরণ করছি। ভালোবাসা দিবসে দর্শকেরা যে রকমের সিনেমা দেখতে চান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের সিনেমা। আমাদের প্রতিটি সিনেমাই বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করা হয়ে থাকে। এটিও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। দেশের বাইরে প্রথম প্রিমিয়ার হবে যুক্তরাষ্ট্রে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির প্রিমিয়ার শো হবে, মুক্তি পাবে।’
অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটি দর্শককে বিনোদিত করবে এটা নিশ্চিত। তাই এটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা।’
বাপ্পি চৌধুরী বলেন, ‘দেশের বাইরে ছবি রিলিজ হলে প্রবাসী বাঙালিরা উপভোগ করতে পারেন। সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে। এটা নিঃসন্দেহে সবার জন্যই আনন্দের খবর।’
তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত না হলেও ১২ ফ্রেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে সিনেমাটির। তারও আগে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।
১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চুর জীবনের শেষ অভিনীত সিনেমা হিসেবে বিশেষভাবে তাঁকে স্মরণ করছি। ভালোবাসা দিবসে দর্শকেরা যে রকমের সিনেমা দেখতে চান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের সিনেমা। আমাদের প্রতিটি সিনেমাই বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করা হয়ে থাকে। এটিও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। দেশের বাইরে প্রথম প্রিমিয়ার হবে যুক্তরাষ্ট্রে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির প্রিমিয়ার শো হবে, মুক্তি পাবে।’
অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটি দর্শককে বিনোদিত করবে এটা নিশ্চিত। তাই এটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা।’
বাপ্পি চৌধুরী বলেন, ‘দেশের বাইরে ছবি রিলিজ হলে প্রবাসী বাঙালিরা উপভোগ করতে পারেন। সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে। এটা নিঃসন্দেহে সবার জন্যই আনন্দের খবর।’
তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫