Ajker Patrika

তালায় খোলা সয়াবিন তেলের সংকট, জনমনে ক্ষোভ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫: ২১
তালায় খোলা সয়াবিন তেলের সংকট, জনমনে ক্ষোভ

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। রমজানের আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পেঁয়াজের দাম ৫০ থেকে পাঁচ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে। কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৮০ টাকার মধ্যে।

তবে বাজার ঘুরে খোলা সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়নি। আধা লিটার, এক লিটার ও দুই লিটারের বোতলজাত তেল বিক্রি করছেন দোকানিরা। প্রতি লিটার তেল তাঁরা ১৯০ টাকা দরে বিক্রি করছেন।

তালার কাঁচা বাজারের ব্যবসায়ী মো. রাকিব বলেন, ‘হাটে কাঁচামরিচেরও সংকট দেখা দিয়েছে। কাঁচামরিচের গাছ মারা যাচ্ছে। এ জন্য আমদানি কমে গেছে। চাহিদার তুলনায় অনেক ব্যাপারী ভিড় করছেন। তাই ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে মাল কিনতে হচ্ছে।’

তালা বাজারের বিভিন্ন খুচরা দোকানে এক লিটার সয়াবিন তেলের বোতলের দেখা মিললেও পাঁচ লিটারের বোতল দেখা যায়নি। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, দোকানে এক লিটারের বোতল থাকলেও খোলা তেল তাদের দোকানে নেই।

তালা বাজারে বারুইহাটি গ্রামের দিনমজুর মো. আনিস সরদার (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সারা দিন খেটে যে কয় টাকা পাই, তা তেল কিনতি শেষ, চাল কেনব কী দি?’

এ সময় আরেক ক্রেতা তাপস সরকার বলেন, ‘দৈনন্দিন সব খরচ বাড়লেও আয়তো বাড়েনি। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বেড়ে যাওয়ায় আমরা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। তাই সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানাই।’

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাজারের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে বাজার মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত