Ajker Patrika

১০ মিনিটে নতুন ভোটার শিখলেন ইভিএমে ভোট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ০২
১০ মিনিটে  নতুন ভোটার শিখলেন ইভিএমে ভোট

জয়পুরহাটের আক্কেলপুরে সাত দিন ব্যাপী উন্নয়ন মেলায় ১০ মিনিটে নতুন ভোটার হালনাগাদ, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন ধরনের তাৎক্ষণিক সব সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় মেলার স্টলে বসে গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন সেবা দিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে সাত দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সরেজমিন দেখা গেছে উপজেলা নির্বাচন অফিসের সামনে মেলার স্টলে বসে লোকজনদের সেবা দিচ্ছেন নির্বাচন কর্মকর্তা। সেখানে একটি টেবিলের ওপর রাখা হয়েছে ইভিএম মেশিন। মেলায় আগত লোকজন সেই ইভিএম মেশিনে কিভাবে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে হয় সেটি দেখছেন এবং শিখছেন।

একই সঙ্গে আবার কেউ নতুন ভোটার হতে এসেছেন, তাঁদের মাত্র ১০ মিনিটের মধ্যে ছবিসহ ভোটার হালনাগাদের সব কাজ সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে স্মার্টকার্ড বিতরণ, ভোটার স্থানান্তর, নাম সংশোধনসহ নানা বিষয়ে লোকজন সরাসরি সেবা পেয়েছেন উন্নয়ন মেলায়।

মেলায় কথা হয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী প্রিয়া রানীর সঙ্গে। তিনি বলেন, মেলায় নির্বাচন অফিসে এসে তিনি নতুন ভোটার হয়েছেন। সময় লেগেছিল মাত্র ১০ মিনিট। নির্বাচন কর্মকর্তা নিজে সব কাজ করে দিয়েছেন। এতে তিনি খুশি হয়েছেন।

নতুন স্মার্ট কার্ড পাওয়া এ. এস. এম জুলফিকার বলেন, ‘মেলা দেখতে এসে স্মার্ট কার্ড হাতে পেলাম। খুব অল্প সময়ের মধ্যে কার্ডটি পেয়ে খুব ভালো লাগছে।’

গৃহবধূ মিনা বলেন, ‘আমি নির্বাচন অফিসে এসেছিলাম ভোটার স্থানান্তর করার জন্য। আমার সব কাজ খুব অল্প সময়ের মধ্যে তাঁরা করে দিয়েছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, দেশ আজ অনেক এগিয়েছে। প্রযুক্তির এই যুগে প্রায় সব ধরনের সেবা এখন হাতের মুঠোয় পাওয়া যায়। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্য এবং সাধারণ নাগরিকদের তাঁদের সেবা দেওয়ার জন্য মেলার স্টলে বসে মানুষকে সেবা দেওয়া হচ্ছে। এখানে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে ইভিএম মেশিনে কিভাবে ভোট দেওয়া যায় এই বিষয়টি সবচেয়ে বেশি দেখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, ‘সুবর্ণজয়ন্তী এবং মুক্তির উৎসব। এই উপলক্ষে সারা দেশের মতো আক্কেলপুর উপজেলাতেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেলার কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ যেমন স্বাধীনতার ৫০ বছরে আমাদের যে প্রাপ্তি পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট বাংলাদেশ নিজেই করতে পারে, এই যে সক্ষমতা বাংলাদেশের এটাই মানুষকে জানানো এই মেলার মূল উদ্দেশ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত