সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অধিকাংশ সড়ক এখন ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহনের দখলে। অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উপজেলার প্রধান সড়ক ছাড়িয়ে গ্রামের মেঠো পথেও চলছে এসব যানবাহন। এতে প্রতিনিয়ত যানজটে পড়ছে শহর-গ্রামের মানুষ। এ ছাড়া এসব যানবাহনের বেপরোয়া চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, উপজেলার শুধু হারিছ চৌধুরীর বাজার ও চরবাটা খাসের হাটে রয়েছে ১ হাজার অবৈধ যানবাহন। উপজেলা সদরসহ আট ইউনিয়নে দুই সহস্রাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক চলছে। এ ছাড়া প্রশাসনের নীরবতার কারণে এসব যানবাহনের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এদিকে ব্যাটারি চালিত এসব যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার গ্যারেজে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুবর্ণচর পল্লি বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম ফসিউল আলম বলেন, ‘বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে এসব অবৈধ সংযোগের অভিযোগ পেয়েছি। আমরা একটি অনুসন্ধান কমিটির মাধ্যমে এর তদারকি করছি। আশা করছি খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
চরজব্বার ইউনিয়নের আবদুল্লা মিয়ার হাট এলাকার বাসিন্দা বেলাল উদ্দিন বলেন, ব্যাটারি চালিত এ সব অবৈধ অটোরিকশা দিনের পর দিন বেড়েই চলেছে। এসব অবৈধ যানবাহন যদি এখন গতিরোধ করা না যায়, তাহলে সমস্যা বাড়বেই। এ ছাড়া সুবর্ণচরে ট্রাফিক পুলিশের কোনো সদস্য না থাকায় চালকেরা কোনো বাধা তোয়াক্কা করেন না। এদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাও নেই।
স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি আবদুল বারী বাবলু বলেন, স্থানীয়ভাবে এসব যানবাহন তৈরি বন্ধ করা গেলে অবৈধ ব্যাটারি চালিত মিশুক ও অটো গাড়িসহ সব ধরনের অবৈধ যানবাহন বন্ধ হবে।
চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী বলেন, ‘ব্যাটারি চালিত এসব অটোরিকশা ও মিশুকের (অটোরিকশা) কারণে স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এখন রাস্তায় চলাচল করতে ভয় পায়। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সুশীল সমাজকে এ বিষয়ে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বলেন, অটোরিকশা, ইঞ্জিন চালিত থ্রি-হুইলার বা এ ধরনের যানবাহন সড়কে চলার অনুমতি নেই। এগুলো তৈরি করারও কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে অবশ্যই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সব যানবাহন চালকদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নিতে হবে। তবে এর সঠিক সমাধান করা সম্ভব বলে আমি মনে করি।’
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অধিকাংশ সড়ক এখন ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহনের দখলে। অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উপজেলার প্রধান সড়ক ছাড়িয়ে গ্রামের মেঠো পথেও চলছে এসব যানবাহন। এতে প্রতিনিয়ত যানজটে পড়ছে শহর-গ্রামের মানুষ। এ ছাড়া এসব যানবাহনের বেপরোয়া চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, উপজেলার শুধু হারিছ চৌধুরীর বাজার ও চরবাটা খাসের হাটে রয়েছে ১ হাজার অবৈধ যানবাহন। উপজেলা সদরসহ আট ইউনিয়নে দুই সহস্রাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক চলছে। এ ছাড়া প্রশাসনের নীরবতার কারণে এসব যানবাহনের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এদিকে ব্যাটারি চালিত এসব যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার গ্যারেজে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুবর্ণচর পল্লি বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম ফসিউল আলম বলেন, ‘বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে এসব অবৈধ সংযোগের অভিযোগ পেয়েছি। আমরা একটি অনুসন্ধান কমিটির মাধ্যমে এর তদারকি করছি। আশা করছি খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
চরজব্বার ইউনিয়নের আবদুল্লা মিয়ার হাট এলাকার বাসিন্দা বেলাল উদ্দিন বলেন, ব্যাটারি চালিত এ সব অবৈধ অটোরিকশা দিনের পর দিন বেড়েই চলেছে। এসব অবৈধ যানবাহন যদি এখন গতিরোধ করা না যায়, তাহলে সমস্যা বাড়বেই। এ ছাড়া সুবর্ণচরে ট্রাফিক পুলিশের কোনো সদস্য না থাকায় চালকেরা কোনো বাধা তোয়াক্কা করেন না। এদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাও নেই।
স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি আবদুল বারী বাবলু বলেন, স্থানীয়ভাবে এসব যানবাহন তৈরি বন্ধ করা গেলে অবৈধ ব্যাটারি চালিত মিশুক ও অটো গাড়িসহ সব ধরনের অবৈধ যানবাহন বন্ধ হবে।
চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী বলেন, ‘ব্যাটারি চালিত এসব অটোরিকশা ও মিশুকের (অটোরিকশা) কারণে স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এখন রাস্তায় চলাচল করতে ভয় পায়। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সুশীল সমাজকে এ বিষয়ে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বলেন, অটোরিকশা, ইঞ্জিন চালিত থ্রি-হুইলার বা এ ধরনের যানবাহন সড়কে চলার অনুমতি নেই। এগুলো তৈরি করারও কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে অবশ্যই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সব যানবাহন চালকদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নিতে হবে। তবে এর সঠিক সমাধান করা সম্ভব বলে আমি মনে করি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫