Ajker Patrika

করোনা কেড়ে নিল আফজল খানকে

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ০৮
করোনা কেড়ে নিল আফজল খানকে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট (৮২) আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ রাজনৈতিক নেতা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৪ দলের কুমিল্লা জেলার সমন্বয়কের দায়িত্বও পালন করছিলেন।

অধ্যক্ষ আফজল খান স্ত্রী, ১ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া খান বাড়ি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আফজল খানের মেয়ে ও সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা বলেন, তাঁর বাবা আফজল খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। গত ২৮ অক্টোবর তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায় ও দেহে সোডিয়ামের মাত্রা কমে যায়। এ অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখানকার আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরদিন বিকেলে হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরে কিছুটা সুস্থ হলে আফজল খানকে কুমিল্লার বাড়িতে নেওয়া হয়। এরপর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। যে কারণে তাঁকে ফের ঢাকার এএমজেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

অধ্যক্ষ আফজল খান নানা সামাজিক ও সেবামূলক সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া আফজল খান কুমিল্লায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অ্যাডভোকেট আফজাল খান কুমিল্লার গণমানুষের নেতা ছিলেন। দেশ ও মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করেছেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত