Ajker Patrika

১৯৮৪ সালের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান এবারও মাঠে

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮: ০৬
১৯৮৪ সালের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান এবারও মাঠে

চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯৮৪ সালের নির্বাচনে শাহ আলম মোল্লা ৩৪ বছর বয়সে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তিনিই হলেন এই ইউপির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। এবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

শাহ আলম মোল্লা এবার গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তিনি ছাড়াও এই ইউপির আওয়ামী লীগের প্রার্থী মাহফুজ আলমসহ ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, ১৯৮৪ সালে নির্বাচিত হয়ে শাহ আলম মোল্লা ১৯৮৮ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০১১ সালে বর্তমান আওয়ামী লীগের প্রার্থী মাহফুজ আলমের কাছে পরাজিত হন। ২০১৫ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।

শাহ আলম মোল্লা বলেন, ‘জয়ের আশা করি।’

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহাফুজ আলম বলেন, ‘আমি পরিষদের সব কর্মকাণ্ডে শাহ আলম মোল্লার পরামর্শ নিয়েছি। এবারও তিনি প্রার্থী হয়েছেন। জনগণ যাঁকে ভোট দেবে আমি তাঁকে বরণ করে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত