চারঘাট প্রতিনিধি
চারঘাটে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভুয়া মেসেজ (এসএমএস) পাঠানো হচ্ছে। এসএমএসগুলো পাঠানো হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি গ্রহণের নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন নম্বরে। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র।
জানা যায়, গত বুধবার উপজেলার পিরোজপুর গ্রামের শিমলা খাতুন নামে এক শিক্ষার্থীর মোবাইলে এমন একটি মেসেজ এসেছে। তাতে লেখা রয়েছে, ‘প্রিয় স্টুডেন্ট, করোনা ভাইরাসের কারণে তোমাদের উপবৃত্তির ৪ হাজার ২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা নেওয়ার জন্য একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়। শিমলা খাতুন উপজেলার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাকে ছাড়াও উপজেলার আরও অনেক শিক্ষার্থীকে এমন এসএমএস পাঠানো হয়েছে।
যে নম্বর থেকে এসব এসএমএস পাঠানো হয়েছে পরে সেই নম্বরে কল করলে একজন পুরুষ ফোন রিসিভ করে পরিবারের শিক্ষার্থীর সংখ্যা জানতে চান। তাঁর পরিচয় জানতে চাইলে তাৎক্ষণিক ফোন কেটে বন্ধ করে দেন।
উপজেলা শিক্ষা অফিস জানায়, যে সব শিক্ষার্থীর ব্যাংক হিসাবে দেওয়া আছে তাদের উপবৃত্তির টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা মোবাইলে পাঠানো হয়। সরাসরি মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠিয়ে টাকা দেওয়া হয় না। আর আপাতত কোনো শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ হচ্ছে না।
এদিকে পৌর এলাকার আফরোজা বেগম জানান, তাঁর দুই মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। এমন মেসেজ তাঁর মোবাইলেও এসেছে। পরে সেই নম্বরে ফোন দিয়ে কথাবার্তা শুনে সন্দেহজনক মনে হলে তিনি আর যোগাযোগ করেননি।
উপজেলা সদরের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর অভিভাবকেরা এসএমএস পেয়ে টাকা ওঠানোর জন্য আমাদের কাছে আসছেন। তবে এসব মোবাইল অ্যাকাউন্টে টাকা মিলছে না।’
চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা বলেন, ‘এমন মেসেজের কথা অনেক শিক্ষার্থীর অভিভাবক জানাচ্ছেন। তবে আমাদের মনে হয় প্রতারণার উদ্দেশ্যেই এমন এসএমএস পাঠানো হচ্ছে।’
চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে অ্যাকাউন্টে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে বলা হবে না।’ এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দেন এই কর্মকর্তা।
চারঘাটে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভুয়া মেসেজ (এসএমএস) পাঠানো হচ্ছে। এসএমএসগুলো পাঠানো হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি গ্রহণের নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন নম্বরে। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র।
জানা যায়, গত বুধবার উপজেলার পিরোজপুর গ্রামের শিমলা খাতুন নামে এক শিক্ষার্থীর মোবাইলে এমন একটি মেসেজ এসেছে। তাতে লেখা রয়েছে, ‘প্রিয় স্টুডেন্ট, করোনা ভাইরাসের কারণে তোমাদের উপবৃত্তির ৪ হাজার ২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা নেওয়ার জন্য একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়। শিমলা খাতুন উপজেলার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাকে ছাড়াও উপজেলার আরও অনেক শিক্ষার্থীকে এমন এসএমএস পাঠানো হয়েছে।
যে নম্বর থেকে এসব এসএমএস পাঠানো হয়েছে পরে সেই নম্বরে কল করলে একজন পুরুষ ফোন রিসিভ করে পরিবারের শিক্ষার্থীর সংখ্যা জানতে চান। তাঁর পরিচয় জানতে চাইলে তাৎক্ষণিক ফোন কেটে বন্ধ করে দেন।
উপজেলা শিক্ষা অফিস জানায়, যে সব শিক্ষার্থীর ব্যাংক হিসাবে দেওয়া আছে তাদের উপবৃত্তির টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা মোবাইলে পাঠানো হয়। সরাসরি মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠিয়ে টাকা দেওয়া হয় না। আর আপাতত কোনো শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ হচ্ছে না।
এদিকে পৌর এলাকার আফরোজা বেগম জানান, তাঁর দুই মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। এমন মেসেজ তাঁর মোবাইলেও এসেছে। পরে সেই নম্বরে ফোন দিয়ে কথাবার্তা শুনে সন্দেহজনক মনে হলে তিনি আর যোগাযোগ করেননি।
উপজেলা সদরের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর অভিভাবকেরা এসএমএস পেয়ে টাকা ওঠানোর জন্য আমাদের কাছে আসছেন। তবে এসব মোবাইল অ্যাকাউন্টে টাকা মিলছে না।’
চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা বলেন, ‘এমন মেসেজের কথা অনেক শিক্ষার্থীর অভিভাবক জানাচ্ছেন। তবে আমাদের মনে হয় প্রতারণার উদ্দেশ্যেই এমন এসএমএস পাঠানো হচ্ছে।’
চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে অ্যাকাউন্টে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে বলা হবে না।’ এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দেন এই কর্মকর্তা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫