Ajker Patrika

এ সপ্তাহের ও টি টি

এ সপ্তাহের ও  টি  টি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।

আড়াল (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)
অভিনয়: প্রীতম হাসান, কাজী নওশাবা, সুমন আনোয়ার
দেখা যাবে: চরকি 
গল্প সংক্ষেপ: মনপুরা দ্বীপের স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সিদ্দিকের ঘরে দেখা যায় এক নারীর মরদেহ। আতঙ্কে আর ভয়ে অনেক কিছুই ভাবতে থাকে সিদ্দিক। কিন্তু পুলিশ এসে মরদেহ খুঁজে পায় না। 

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ইংলিশ সিনেমা)
অভিনয়: ডানিয়েল ব্রুল, আলব্রেখট শক
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। পল নামের এক যুবক বন্ধুদের দলে থাকার আশায় বয়স লুকিয়ে যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তি নেয়। কঠিন পরিশ্রম আর রণকৌশলের মুখোমুখি হয়ে বড় অসহায় বোধ করে পল।

আপ্পান (মালয়ালম সিনেমা)
অভিনয়ে: সানি ওয়েনি, অনন্যা
দেখা যাবে: সনি লিভ
গল্প সংক্ষেপ: একটি পরিবারের গল্প। ইত্তি নামের এক লোক বয়সের ভারে শয্যাশায়ী। তবু ভূতপ্রেত আর অশুভ শক্তির চর্চা করায় তাঁর পরিবার অতিষ্ঠ। এমনকি তাঁর ছেলেমেয়েসহ সবাই তাঁর মৃত্যু কামনায় স্বস্তি পায়।

মার্ডার ইন অ্যা কোর্টরুম (হিন্দি সিরিজ শো)
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: ২০০৪ সালে ভারতের নাগপুরে আদালতে তোলা হয়েছিল এক খুনি ও ধর্ষককে। জামিন আবেদনের শুনানি হচ্ছিল তাঁর। অসংখ্য মানুষের সামনেই সেই আদালতে হাজির হয় একদল নারী। প্রকাশ্য দিবালোকে সবার সামনেই দোষী ওই ব্যক্তিকে হত্যা করে তারা। 

ঝাঁসি (তেলুগু সিরিজ) 
অভিনয়ে: অঞ্জলি, আদর্শ বালাকৃষ্ণ
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্প সংক্ষেপ: একজন আদর্শ স্ত্রী আর মমতাময়ী মা ঝাঁসি। তাঁর সুখের সংসারে হঠাৎ করেই আসে অসুখের আগুন। নিজের অপ্রত্যাশিত এক অতীত সামনে চলে আসে। একে একে সে জড়িয় পড়ে নানা ঘটনায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত