Ajker Patrika

‘বেআইনিভাবে জয়ের আশা ভুলে যান’

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
‘বেআইনিভাবে জয়ের আশা ভুলে যান’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেছেন, যদি কেউ বেআইনি কর্মকাণ্ড করে জয়ের আশা করে থাকেন, তাহলে তা ভুলে যান। এ ধরনের কর্মকাণ্ড করে যদি জয় পান তাহলে গেজেট বাতিল করা হবে। আমরা সুন্দর, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ছাড়া নির্বাচনে জয়লাভের কোনো উপায় নাই।

তিনি বলেন, ‘নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার দেওয়া হবে। কেউ কোনো ধরনের প্রভাব কেন্দ্রে বিস্তার করতে পারবেন না। যদি কেউ করেন-তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলাফল দেওয়ার পর অনেকে ব্যালট আনতে বাধা প্রদান করেন-এ কাজ করা যাবে না।’

আগামী ৫ জানুয়ারি জেলার পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথিতে জেলা প্রশাসক এসব কথা বলেন।

পাটগ্রাম উপজেলার মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা। সভার সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত