Ajker Patrika

বিনা মূল্যে বীজ ও সার পেলেন ৬৪০ কৃষক

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ৩৭
বিনা মূল্যে বীজ ও সার পেলেন ৬৪০ কৃষক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬৪০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে আট প্রকারের শস্য বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

উপজেলায় চলতি শীতকালীন রবিশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম টুটুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, নারী ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন।

এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রওশোন সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদের, তোফায়েল আহম্মেদ, পিন্টু সরকার, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষি বিভাগ ও কৃষকদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সংকটের মধ্যেও তারা ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা মেটাচ্ছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন বলেন, ‘কৃষিজমি পতিত রাখা যাবে না। শীতে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। সবাইকে সচেতন হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত