Ajker Patrika

সখীপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা, ঝুঁকছে কৃষক

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২: ২৪
সখীপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা, ঝুঁকছে কৃষক

ধান ও সরিষার পাশাপাশি ভুট্টা চাষে ঝুঁকছেন সখীপুরের কৃষকেরা। ফলে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং গাছ ও সবুজ পাতা গোলার হিসেবে ব্যবহার হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। তা ছাড়া জ্বালানি হিসেবে ভুট্টার গাছের রয়েছে চাহিদা।

উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর ভুট্টা চাষে কৃষকেরা বেশ লাভবান হবেন। বাড়বে ভুট্টা চাষির সংখ্যাও।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার ৮ শতাধিক কৃষক ভুট্টা চাষের জন্য প্রণোদনা পেয়েছেন। ১০৮ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪৫ মেট্রিকটন।

উপজেলার প্রতিমা বংকী গ্রামের ভুট্টা চাষি জাহাঙ্গীর আলম বলেন, ‘ভুট্টা চাষ এ অঞ্চলের মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। গত বছরও অল্প জমিতে ভুট্টা চাষ করে আশানুরূপ ফল পেয়েছিলাম। এ বছর প্রায় এক একর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করেছি। আমাদের এলাকায় ভুট্টা গরুর খাবার হিসেবেও বেশ জনপ্রিয়।’

গড়বাড়ি গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘কৃষি কার্যালয় থেকে প্রণোদনা পেয়ে এক একর জমিতে ভুট্টার আবাদ করেছি। গাছে গাছে ফুল-ফল ধরতে শুরু করেছে। মাস খানিক সময়ের মধ্যে ভুট্টা উত্তোলন করতে পারব। ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন তিনি।’

এ নিয়ে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, বীজ, সার, পানি, জমি প্রস্তুত, চারা লাগানো, শ্রমিকের মজুরি, কাটা-মাড়াইসহ প্রতি বিঘায় চাষিদের খরচ হয় সর্বোচ্চ ৮ থেকে ৯ হাজার টাকা। এর মধ্যে এবারে প্রতি বিঘায় উৎপাদন হয়েছে গড়ে ৩০ থেকে ৩২ মণ ভুট্টা। প্রতি মণ শুকনা ভুট্টা বাজারে বিক্রি হচ্ছে কমপক্ষে ৭৬০ টাকায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে ভুট্টা চাষে এ উপজেলার কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চাষিরা ভুট্টার ভালো ফলন ঘরে তুলতে পারবে। এ ছাড়া ভুট্টা চাষে খরচ কম, কিন্তু দাম অনেক ভালো। এ ছাড়া ভুট্টার গাছ গো-খাদ্য ও জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও বেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত