Ajker Patrika

সড়ক বিভাগের ‘ভুলের’ মাশুল গুনলেন কৃষক

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
সড়ক বিভাগের ‘ভুলের’ মাশুল গুনলেন কৃষক

যশোর সড়ক বিভাগের স্বেচ্ছাচারিতায় চৌগাছার কয়েকটি গ্রামের শত একর জমির কেটে রাখা ধান ৩ দিন ধরে পানিতে ভাসছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন।

জানা গেছে, চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া থেকে টালিখোলা এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে দুটি কালভার্ট ছিল। যা দিয়ে সড়কের পাশের একটি (স্থানীয় নাম বুড়োর বিল) বিলের পানি নিষ্কাশন হয়ে মুক্তেশ্বরী নদীতে পড়ত। তবে সম্প্রতি সড়ক সংস্কার করার সময় স্থানীয়দের সঙ্গে কথা না বলেই প্রকৌশলীরা একটি কালভার্ট বন্ধ করে দেন। এতে সিংহঝুলি, লস্কারপুর, কয়ারপাড়াসহ কয়েকটি গ্রামের বর্ষার অতিরিক্ত পানি এই বিলে জমা হয়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি থেকে চৌগাছা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত করা হয়েছে। সংস্কার কাজের সময় সড়কে থাকা পুরোনো ছোট ছোট কার্লভাটগুলো পুনর্নির্মাণ করা হয়। তবে সড়কের সিংহঝুলি ও কয়ারপাড়া গ্রামের মাঝে অবস্থিত টালিখোলা নামক স্থানের বুড়োর বিল নামের ছোট বিলের পানি বের হওয়ার কালভার্টটি বন্ধ করে দেওয়া হয়।

যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ওই স্থানে কালভার্ট থাকলে তা বন্ধ করার কথা নয়। লোক পাঠিয়ে খোঁজ-খবর নিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত