Ajker Patrika

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২: ১৭
দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ছৈয়ার বাপের স্টেশন নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মাইন উদ্দিন ব্যাপারী (৫০), আক্তার হোসেন হাওলাদার (৪০), সোলেমান ঢালী ৬০), সবুজ হাওলাদার (২৬), ফিরোজ হাওলাদার (২৮), শাহনাজ বকাউল (২৮), সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০) ও নুর মোহাম্মদ (৫৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তর চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোরগ প্রতীকের আবদুর রব এবং টিউবওয়েল প্রতীকের মাইন উদ্দিন হাওলাদারের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। পর খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ইউপি সদস্য প্রার্থী আবদুর রব অভিযোগ করেন, ‘প্রচারের শুরু থেকেই মাইন উদ্দিন হাওলাদার ও তাঁর লোকজন আমাকে ও আমার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। আমি যাতে নির্বাচনী প্রচারে অংশ না নিই, সে জন্য তিনি নিজেই আমাকে হুমকি দিয়েছেন। বিনা উসকানিতে হাওলাদার পরিবারের লোকজন আমার লোকজনকে মারধর করেছে।’

তবে মাইন উদ্দিন হাওলাদার (টিউবওয়েল) তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মিছিলের সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। এ জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা শরীফ হোসেন বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত