Ajker Patrika

নালায় পড়ে ছিল নবজাতকের লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১: ০৭
নালায় পড়ে ছিল নবজাতকের লাশ

ঢাকার সাভারে একটি নির্মাণাধীন নালার ভেতর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সাভারের থানা স্ট্যান্ড এলাকার মডার্ন প্লাজা সংলগ্ন কবরস্থান রোডের একটি নির্মাণাধীন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, একটি কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতকটি ১ দিন বয়সের বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত