Ajker Patrika

গড়াই নদীতে নৌকাবাইচ, ভিড়

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ২১
গড়াই নদীতে নৌকাবাইচ, ভিড়

মাগুরায় নাকোল ইউনিয়নের গড়াই নদীতে মরহুম আছাদুজ্জামান স্মরণে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন রশিদ মুহিতের আয়োজনে এ নৌকাবাইচ হয়। এতে মাগুরাসহ কয়েকটি জেলার ৮টি দল অংশ নেয়।

জমকালো নৌকাবাইচ দেখতে গড়াই সেতু মাগুরা মধুখালী সীমান্ত থেকে ডুমাইন এলাকা পর্যন্ত হাজারো মানুষ নদীর পাড়ে ভিড় করেন।

ফরিদপুর থেকে আসা নুরুন নবী বলেন, নৌকা বাইচ মাগুরায় প্রায় হয়। আমি সকাল থেকে বসে আছি নদীর পাড়ে। নৌকাবাইচ অন্য সব প্রতিযোগিতা থেকে আলাদা।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে নৌকাবাইচ নিয়মিত হবে। সেই সঙ্গে মানুষের বাংলার সংস্কৃতির অংশ হিসেবে নৌকাবাইচকে টিকিয়ে রাখতে হলে সবার সহযোগিতা দরকার।

নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, প্রতি বর্ষায় তাঁরা মাগুরাসহ বিভিন্ন নদী তীরবর্তী জেলা-উপজেলায় নৌকা প্রতিযোগিতায় অংশ নেন। এতে তাঁদের কিছু আর্থিক সহযোগিতা আসে। বছরের তিন মাস তাঁরা নৌকাবাইচে অংশ নেন। বাকি সময় অন্য পেশায় জীবিকা নির্বাহ করেন।

মাগুরা শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান, জননেতা আছাদুজ্জামান ছিলেন মাগুরায় কয়েকবারের নির্বাচিত সাংসদ। তাঁর স্মৃতিকে ধরে রাখতে আমাদের এই আয়োজন। বর্তমান মাগুরার-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর তাঁরই ছেলে। তিনি উপস্থিত থেকে আমাদের আরও উৎসাহিত করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত