Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ০১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানের বিরুদ্ধে অর্থআত্মসাৎ ও অন্যান্য শিক্ষক ও কর্মচারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীদের দাবি, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানানো হলেও মফিজুর রহমানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এতে হতাশ হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সুষ্ঠু আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে জানালেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

লিখিত অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১৬ সালের ৬ জুন মফিজুর রহমান কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। এরপর থেকেই তিনি বিদ্যালয়ের অর্থ নয়–ছয় করে আসছেন। যা বিদ্যালয় সরকারিকরণের আগে অভ্যন্তরীণ অডিটে ধরা পড়ে। এ ছাড়া তিনি বিদ্যালয়ের বিভিন্ন পাবলিক পরীক্ষার টাকাও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের। অভিযোগে এও উল্লেখ করা হয় যে, মফিজুর সব সময় শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বাজে ব্যবহার করতেন। এ সব বিষয় নিয়ে চলতি বছরের ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন বরাবর আবেদন করেন বিদ্যালয়টির ২৩ শিক্ষক ও কর্মচারী।

অভিযোগপত্র থেকে আরও জানা গেছে, ইউএনও চলতি বছরের ৩ অক্টোবর সবাইকে নিয়ে বসে বিষয়টির মীমাংসা করে দেন। তবে ওই প্রধান শিক্ষক অবৈধভাবে বিদ্যালয়ের যে অর্থ এদিক–ওদিক করেছেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়েছেন বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীরা।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকেরা জানান, অসদাচরণের জন্য প্রধান শিক্ষক ক্ষমা চেয়েছেন। তবে অর্থ আত্মসাতের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা নিয়ে হতাশ হয়েছেন তাঁরা। এখন সুষ্ঠু আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, ‘শিক্ষকদের সঙ্গে একটা অভ্যন্তরীণ ঘটনা ঘটেছিল। তা মিটে গেছে।’

ইউএনও ও বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকেরা যে অভিযোগ করেছিলেন তার মীমাংসা হয়ে গেছে। তারা তাঁদের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত