১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উপন্যাসটি। ‘আনন্দমঠ’ এবার দক্ষিণে। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় নির্মাণ হবে সিনেমা। বাংলা ভাষায়ও ডাবড হয়ে মুক্তি পাবে। সিনেমার নাম ‘১৭৭০’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার।
যেখানে ‘বন্দে মাতারাম’ গানের আবহে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই উপন্যাসেই প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মাতারাম গানটি। তাই সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে মোশন পোস্টারে। সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে আছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি বহু বিখ্যাত দক্ষিণী সিনেমার লেখক।
পরিচালনা করছেন এস এস রাজামৌলি ও অশ্বিনী গঙ্গারাজু। প্রযোজনা করছেন রাম কমল মুখোপাধ্যায়, সুরজ শর্মা ও সুজয় কুট্টি। জানা গেছে, ‘১৭৭০’ সিনেমায় অভিনয় করছেন নানা পাটেকর, প্রভাস, ঐশ্বরিয়া রাই, রামচরণ ও বিজয় সেতুপতি। স্বামী সত্যানন্দের চরিত্রে নানা পাটেকর, মহেন্দ্রর চরিত্রে প্রভাস, কল্যাণী চরিত্রে ঐশ্বরিয়া ও ভবানন্দের চরিত্রে রামচরণ অভিনয় করছেন। চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘বহুদিন আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসামান্য সৃষ্টি পড়েছিলাম। উপন্যাসটি আমার মনে গভীর দাগ কেটেছিল। তাই যখনই সুজয় ও রাজকমল এই সিনেমার চিত্রনাট্য লেখার কথা বলেন, আমি প্রথমটায় একটু অবাকই হই। ভেবেছিলাম, এই প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই গল্প। তবে রামকমলের সঙ্গে কথা বলে বুঝতে পারি, এই সিনেমা নিয়ে ওর একটা বিশেষ ভাবনা রয়েছে।’
সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘১৭৭০’ সিনেমার শুটিং। হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বিভিন্ন জায়গায় শুটিং হবে। প্রভাস বলেন, ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমি আগে ইংরেজিতে পড়েছি। আনন্দমঠও আমার অনেক দিন আগেই পড়া। তাই সিনেমাটি নিয়ে একটু বেশি আগ্রহী।’
১৯৭৩ সালের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র লেখেন ‘আনন্দমঠ’। ১৯৮২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’। জানা গেছে, সিনেমাটি বাণিজ্যিক এবং মানবিক আবেগের মিশ্রণে তৈরি হবে।
১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উপন্যাসটি। ‘আনন্দমঠ’ এবার দক্ষিণে। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় নির্মাণ হবে সিনেমা। বাংলা ভাষায়ও ডাবড হয়ে মুক্তি পাবে। সিনেমার নাম ‘১৭৭০’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার।
যেখানে ‘বন্দে মাতারাম’ গানের আবহে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই উপন্যাসেই প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মাতারাম গানটি। তাই সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে মোশন পোস্টারে। সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে আছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি বহু বিখ্যাত দক্ষিণী সিনেমার লেখক।
পরিচালনা করছেন এস এস রাজামৌলি ও অশ্বিনী গঙ্গারাজু। প্রযোজনা করছেন রাম কমল মুখোপাধ্যায়, সুরজ শর্মা ও সুজয় কুট্টি। জানা গেছে, ‘১৭৭০’ সিনেমায় অভিনয় করছেন নানা পাটেকর, প্রভাস, ঐশ্বরিয়া রাই, রামচরণ ও বিজয় সেতুপতি। স্বামী সত্যানন্দের চরিত্রে নানা পাটেকর, মহেন্দ্রর চরিত্রে প্রভাস, কল্যাণী চরিত্রে ঐশ্বরিয়া ও ভবানন্দের চরিত্রে রামচরণ অভিনয় করছেন। চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘বহুদিন আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসামান্য সৃষ্টি পড়েছিলাম। উপন্যাসটি আমার মনে গভীর দাগ কেটেছিল। তাই যখনই সুজয় ও রাজকমল এই সিনেমার চিত্রনাট্য লেখার কথা বলেন, আমি প্রথমটায় একটু অবাকই হই। ভেবেছিলাম, এই প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই গল্প। তবে রামকমলের সঙ্গে কথা বলে বুঝতে পারি, এই সিনেমা নিয়ে ওর একটা বিশেষ ভাবনা রয়েছে।’
সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘১৭৭০’ সিনেমার শুটিং। হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বিভিন্ন জায়গায় শুটিং হবে। প্রভাস বলেন, ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমি আগে ইংরেজিতে পড়েছি। আনন্দমঠও আমার অনেক দিন আগেই পড়া। তাই সিনেমাটি নিয়ে একটু বেশি আগ্রহী।’
১৯৭৩ সালের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র লেখেন ‘আনন্দমঠ’। ১৯৮২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’। জানা গেছে, সিনেমাটি বাণিজ্যিক এবং মানবিক আবেগের মিশ্রণে তৈরি হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫