সম্পাদকীয়
১৯৭১ সালের ২৫ মার্চ সকালে জ্যোতির্ময় গুহঠাকুরতা আর বাসন্তী গুহঠাকুরতা গিয়েছিলেন তাঁদের বাগানে। বাগানের গেটে হলের ছেলেরা লাগিয়েছিল কাগজের পতাকা। সে সময় জ্যোতির্ময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ।
ঘরেফিরে পত্রিকায় চোখ রাখলেন জ্যোতির্ময়। বললেন, ‘পত্রিকা বলছে সমঝোতা হচ্ছে। কিন্তু আমার পলিটিকসের বিদ্যায় তো তা বলে না। শহীদ মিনারের পাশ দিয়ে যত মিছিল যায়, তারা তো সমঝোতার কথা বলে না। তবে কী হবে?’
পলাশী বাজারে ইলিশ পাওয়া গেল না। ইলিশ কেনা হলো নিউমার্কেট থেকে। ভাপে রান্না হলো। পারিবারিক বন্ধু বজলে মওলা এলেন। তিনিও খেলেন একসঙ্গে।
রাত ১০টার দিকে জ্যোতির্ময় এমএ প্রথম পর্বের খাতা দেখতে বসলেন। এরপর ঘুমোতে গেলেন।
রাত সাড়ে ১২টা-১টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল। অনবরত গুলি হতে লাগল। জোত্যির্ময় বাসন্তীকে বললেন, ‘মাথা নিচু করো, গুলি লাগবে।’
রোকেয়া হলের দিক থেকে জিপসহ একটি গাড়ির বহর আসতে লাগল শিক্ষকদের বাড়ির দিকে। ৩৪ নম্বর ভবনে উঠে এল তারা। গুলি করতে লাগল।
একজন অফিসার বলল, ‘প্রফেসর সাহাব হ্যায়?’
‘হ্যায়!’ বললেন বাসন্তী। ‘উনকো লে যায়ে গা।’
বাসন্তী পাঞ্জাবি পরিয়ে দিয়ে জ্যোতির্ময়কে বললেন, ‘তোমাকে অ্যারেস্ট করতে এসেছে।’
‘আপ প্রফেসর হ্যায়?’ ‘ইয়েস।’ ‘আপকো লে যায়ে গা।’ ‘হোয়াই?’ কোনো কথা না বলে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল পেছনের বাগান দিয়ে। বাসন্তী ভাবলেন, ক্যান্টনমেন্টে নিয়ে গেছে জ্যোতির্ময়কে। কিন্তু আসলে ঘাড়ের ডান দিকে গুলি করে ফেলে রেখেছে বাগানে।
জ্যোতির্ময়কে নিয়ে আসা হলো বাড়িতে। কারফিউর কারণে তাঁকে সেদিন মেডিকেলে নেওয়া গেল না। শরীর অবশ হয়ে গেছে। ২৭ মার্চ ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও ঘাড় থেকে বুলেট বের করা গেল না। ৩০ মার্চ শহীদ হলেন জ্যোতির্ময় গুহঠাকুরতা।
সূত্র: বাসন্তী গুহঠাকুরতা, একাত্তরের স্মৃতি, পৃষ্ঠা: ১-২২
১৯৭১ সালের ২৫ মার্চ সকালে জ্যোতির্ময় গুহঠাকুরতা আর বাসন্তী গুহঠাকুরতা গিয়েছিলেন তাঁদের বাগানে। বাগানের গেটে হলের ছেলেরা লাগিয়েছিল কাগজের পতাকা। সে সময় জ্যোতির্ময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ।
ঘরেফিরে পত্রিকায় চোখ রাখলেন জ্যোতির্ময়। বললেন, ‘পত্রিকা বলছে সমঝোতা হচ্ছে। কিন্তু আমার পলিটিকসের বিদ্যায় তো তা বলে না। শহীদ মিনারের পাশ দিয়ে যত মিছিল যায়, তারা তো সমঝোতার কথা বলে না। তবে কী হবে?’
পলাশী বাজারে ইলিশ পাওয়া গেল না। ইলিশ কেনা হলো নিউমার্কেট থেকে। ভাপে রান্না হলো। পারিবারিক বন্ধু বজলে মওলা এলেন। তিনিও খেলেন একসঙ্গে।
রাত ১০টার দিকে জ্যোতির্ময় এমএ প্রথম পর্বের খাতা দেখতে বসলেন। এরপর ঘুমোতে গেলেন।
রাত সাড়ে ১২টা-১টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল। অনবরত গুলি হতে লাগল। জোত্যির্ময় বাসন্তীকে বললেন, ‘মাথা নিচু করো, গুলি লাগবে।’
রোকেয়া হলের দিক থেকে জিপসহ একটি গাড়ির বহর আসতে লাগল শিক্ষকদের বাড়ির দিকে। ৩৪ নম্বর ভবনে উঠে এল তারা। গুলি করতে লাগল।
একজন অফিসার বলল, ‘প্রফেসর সাহাব হ্যায়?’
‘হ্যায়!’ বললেন বাসন্তী। ‘উনকো লে যায়ে গা।’
বাসন্তী পাঞ্জাবি পরিয়ে দিয়ে জ্যোতির্ময়কে বললেন, ‘তোমাকে অ্যারেস্ট করতে এসেছে।’
‘আপ প্রফেসর হ্যায়?’ ‘ইয়েস।’ ‘আপকো লে যায়ে গা।’ ‘হোয়াই?’ কোনো কথা না বলে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল পেছনের বাগান দিয়ে। বাসন্তী ভাবলেন, ক্যান্টনমেন্টে নিয়ে গেছে জ্যোতির্ময়কে। কিন্তু আসলে ঘাড়ের ডান দিকে গুলি করে ফেলে রেখেছে বাগানে।
জ্যোতির্ময়কে নিয়ে আসা হলো বাড়িতে। কারফিউর কারণে তাঁকে সেদিন মেডিকেলে নেওয়া গেল না। শরীর অবশ হয়ে গেছে। ২৭ মার্চ ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও ঘাড় থেকে বুলেট বের করা গেল না। ৩০ মার্চ শহীদ হলেন জ্যোতির্ময় গুহঠাকুরতা।
সূত্র: বাসন্তী গুহঠাকুরতা, একাত্তরের স্মৃতি, পৃষ্ঠা: ১-২২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫