Ajker Patrika

২ ব্যবসায়ীকে কোপানোর ভিডিও ভাইরাল, মামলা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ০৯: ৫৭
২ ব্যবসায়ীকে কোপানোর ভিডিও ভাইরাল, মামলা

মাদারীপুর শহরে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আহত দুই ব্যবসায়ী হলেন অহিদ হাওলাদার (৩২) ও কামাল সরদার (৪৫)।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় নোবেল বেপারীসহ ২৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেছে আহত অহিদের স্ত্রী ফাতেমা আক্তার সুমা।

মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন অহিদ ও কামাল। এ সময় নোবেলের নেতৃত্বে ১০-১৫ জন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। অহিদ ও কামালকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তাঁরা। পরে আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অহিদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। অহিদ হাওলাদারের স্ত্রী ফাতেমা আক্তার সুমা বলেন, নোবেল শহরের কিছু কিশোরকে নিয়ে একটি গ্যাং তৈরি করেছে। এর মাধ্যমে বিভিন্ন অপরাধ করে।

মাদারীপুর সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আবু সফর হাওলাদার জানান, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে নোবেলসহ তার দলের সদস্যরা। মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত