Ajker Patrika

ইউপি নির্বাচনের দাবিতে সমাবেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ১০
ইউপি নির্বাচনের দাবিতে সমাবেশ

গোলাপগঞ্জ উপজেলার স্থগিত বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন কমিউনিটি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রেজাউল কবিরের সঞ্চালনায় এবং যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী শামস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। এ সময় বক্তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না হলে সব দায়ভার প্রশাসনকে নিতে হবে।

স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদের আশ্বাসের প্রেক্ষিতে ধৈর্য ধারণ করলেও নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করা যাবে না উল্লেখ করে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের অন্য এলাকার প্রার্থীদের মতো বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীরা প্রস্তুতি নিতে যাচ্ছিলেন, এমন সময় নির্বাচন স্থগিত করা তামাশা ছাড়া আর কিছুই নয়।

কথিত সীমানা নিয়ে উত্তেজনা ও সহিংসতার দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এলাকার উন্নয়ন বিরোধী। তারা জনগণের মঙ্গল চায় না। এ ধরনের কাজে জড়িতদের প্রতি তীব্র নিন্দা জানানো হয় সভায়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থগিত নির্বাচন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাহিন আহমদ, জামাল আহমদ মেম্বার, নাজিম উদ্দিন, আব্দুল মুকিত, হাজী মাসুক আহমদ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যপ্রবাসী মাইজ উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত