লোককথা, নারীবাদ, কুসংস্কার, অলৌকিক শক্তির মিশেলে অন্বিতা দত্ত নির্মাণ করেছিলেন ‘বুলবুল’। এতে নামভূমিকায় অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তৃপ্তি দিমরি।
কখনো নিষ্পাপ, কখনো কলঙ্কিনী, কখনো অভাগী, কখনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। অনেক নেটিজেন তাঁকে আখ্যায়িত করছেন বলিউডের লুকানো রত্ন হিসেবে।
ওটিটিতে তৃপ্তির সাফল্য বেশ ঈর্ষণীয়; কিন্তু প্রেক্ষাগৃহে ঠিক এর উল্টো। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর পরের বছর মুক্তি পায় ‘লায়লা মজনু’। দুটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অনেকেই তাই হিসাব কষে বলে দিয়েছেন, ভবিষ্যতে ওটিটিতেই মনোযোগ দেবেন তৃপ্তি। তবে ভবিষ্যৎ নয়, বর্তমানকে নিয়েই ভাবতে ভালোবাসেন তৃপ্তি। তিনি বলেন, ‘বরাবরই আমি ভবিষ্যতের চেয়ে বর্তমানকে নিয়ে ভাবতে বেশি ভালোবাসি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা, তিনি আমাকে এত দূর আসার সুযোগ করে দিয়েছেন। আর শক্তিশালী গল্প ও চরিত্র হলে সব মাধ্যমের জন্যই আমি প্রস্তুত।’
তৃপ্তি এবার আসছেন অদ্ভুত এক গায়িকা চরিত্রে। গায়িকা হয়েও যিনি গানকে ঘৃণা করেন। সিনেমার ট্রেলারে এমনটাই দেখা গেছে। চল্লিশের দশকের প্রেক্ষাপটে এই সিনেমার কাহিনি লেখা হয়েছে। সিনেমার নাম ‘কলা’। যেখানে উঠে আসবে বিখ্যাত গায়িকা কলা ও তাঁর মায়ের সম্পর্কের গল্প। অন্বিতা দত্ত পরিচালিত সিনেমাটি আজ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
নতুন এই সিনেমা নিয়ে তৃপ্তি বলেন, ‘এই সিনেমায় গায়িকা চরিত্রে অভিনয় করেছি। বলতে পারেন, চরিত্রটিকে আমি গুলে খেয়েছি। নিজেকে আমি যতটা ভালো চিনি, অতটাই ভালো আমি কলাকে চিনি।’
‘কলা’ সিনেমায় তৃপ্তির সঙ্গে আরও অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বাবিল খান প্রমুখ।
লোককথা, নারীবাদ, কুসংস্কার, অলৌকিক শক্তির মিশেলে অন্বিতা দত্ত নির্মাণ করেছিলেন ‘বুলবুল’। এতে নামভূমিকায় অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তৃপ্তি দিমরি।
কখনো নিষ্পাপ, কখনো কলঙ্কিনী, কখনো অভাগী, কখনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। অনেক নেটিজেন তাঁকে আখ্যায়িত করছেন বলিউডের লুকানো রত্ন হিসেবে।
ওটিটিতে তৃপ্তির সাফল্য বেশ ঈর্ষণীয়; কিন্তু প্রেক্ষাগৃহে ঠিক এর উল্টো। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর পরের বছর মুক্তি পায় ‘লায়লা মজনু’। দুটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অনেকেই তাই হিসাব কষে বলে দিয়েছেন, ভবিষ্যতে ওটিটিতেই মনোযোগ দেবেন তৃপ্তি। তবে ভবিষ্যৎ নয়, বর্তমানকে নিয়েই ভাবতে ভালোবাসেন তৃপ্তি। তিনি বলেন, ‘বরাবরই আমি ভবিষ্যতের চেয়ে বর্তমানকে নিয়ে ভাবতে বেশি ভালোবাসি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা, তিনি আমাকে এত দূর আসার সুযোগ করে দিয়েছেন। আর শক্তিশালী গল্প ও চরিত্র হলে সব মাধ্যমের জন্যই আমি প্রস্তুত।’
তৃপ্তি এবার আসছেন অদ্ভুত এক গায়িকা চরিত্রে। গায়িকা হয়েও যিনি গানকে ঘৃণা করেন। সিনেমার ট্রেলারে এমনটাই দেখা গেছে। চল্লিশের দশকের প্রেক্ষাপটে এই সিনেমার কাহিনি লেখা হয়েছে। সিনেমার নাম ‘কলা’। যেখানে উঠে আসবে বিখ্যাত গায়িকা কলা ও তাঁর মায়ের সম্পর্কের গল্প। অন্বিতা দত্ত পরিচালিত সিনেমাটি আজ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
নতুন এই সিনেমা নিয়ে তৃপ্তি বলেন, ‘এই সিনেমায় গায়িকা চরিত্রে অভিনয় করেছি। বলতে পারেন, চরিত্রটিকে আমি গুলে খেয়েছি। নিজেকে আমি যতটা ভালো চিনি, অতটাই ভালো আমি কলাকে চিনি।’
‘কলা’ সিনেমায় তৃপ্তির সঙ্গে আরও অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বাবিল খান প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫