Ajker Patrika

ফাটল ধরা ঘর পরিদর্শন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ০৫
ফাটল ধরা ঘর পরিদর্শন

রাঙামাটির রাজস্থলীতে ভূমিকম্পে ফাটল ধরা আশ্রয়ণের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম। গতকাল সোমবার দুপুরে ফাটলধরা ঘর পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে তাৎক্ষণিক সংস্কারের উদ্যোগ নেন তাঁরা। এর আগে গত শুক্রবার ভোরে ভূমিকম্পে প্রচণ্ড ঝাঁকুনিতে ফাটল ধরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পাহাড়ে খাদে ওপর ঘর নির্মাণের কারণে সমস্যা দেখা দিয়েছে। তবে, বসবাসের জন্য কোন ঝুঁকি নেই। ফাটল ও দেবে যাওয়ার অংশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। প্রশাসন পক্ষ থেকে সংস্কারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত