Ajker Patrika

ভোট নিয়ে টান টান উত্তেজনা

কসবা ও নবীনগর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৩৪
ভোট নিয়ে টান টান উত্তেজনা

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত সোমবার। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া নবীনগর উপজেলায় ৬১ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কসবা উপজেলার ১০টি ইউপির মধ্যে ৭টি ইউপিতে হতে যাচ্ছে ভোট। দলীয় প্রতীক না থাকায় এবার ৭ ইউপিতেই প্রার্থীর ছড়াছড়ি। প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে গত সোমবার মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,৭টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কসবা পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, বায়েক ইউপিতে ৭, গোপিনাথপুরে ৯, কায়েমপুরে ২, বাদৈরে ৭, মেহারীতে ৯ জন ও বিনাউটি ইউপিতে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য এখনো মেয়াদোত্তীর্ণ না হওয়ায় উপজেলার কুটি ও খাড়েরা ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তা ছাড়া মামলাসংক্রান্ত জটিলতার কারণে মুলগ্রাম ইউপিতেও নির্বাচন হচ্ছে না।

এদিকে নবীনগর উপজেলায় ৬১ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্য পদে ২৪৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে নাটঘর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, বড়াইলে ১০ জন, কৃষ্ণনগরে ৫, কাইতলা দক্ষিণে ৪, বিটঘরে ১৮, শিবপুরে ৯ এবং বিদ্যাকুট ইউপিতে ১০ জন তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী বলেন, ‘মোট ৩৮৫ জন প্রার্থী শান্তিপূর্ণভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত