Ajker Patrika

লাকসাম মুক্ত দিবস

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৬
লাকসাম মুক্ত দিবস

আজ ১১ ডিসেম্বর লাকসাম মুক্ত দিবস। এই দিনে পাকিস্তানি বাহিনীকে হটিয়ে বৃহত্তর লাকসামের নিয়ন্ত্রণ নেন বীর মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালের এই দিনে লাকসাম উচ্চবিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ভূঁইয়া স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় মুক্ত লাকসামের আকাশ-বাতাস কাঁপিয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্যরা উল্লাস ধ্বনি দেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাকসাম রেলওয়ে জংশনের অদূরে থ্রি-এ সিগারেট কারখানায় পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটি ছিল। এ অঞ্চলে যুদ্ধ পরিচালনা, অস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপকরণ সরবরাহ করা হতো এখান থেকেই। এ ঘাঁটিতে বিভিন্ন স্থান হতে বাঙালি নারী-পুরুষ, যুবক-যুবতীদের ধরে এনে পাশবিক নির্যাতন শেষে হত্যা করা হতো। এরপর পাশেই বেলতলী নামক স্থানে মাটিচাপা দিত পাকিস্তান বাহিনী। বর্তমানে এ স্থানটি ‘বেলতলি বধ্যভূমি’ নামে পরিচিত।

১৯৭১ সালের ১৫ এপ্রিল পাকিস্তানি সেনারা প্রথমে লাকসাম জংশন ও দৌলতগঞ্জ বাজার দখলে নিয়ে লাকসাম সিগারেট কারখানায় স্থায়ী ক্যাম্প স্থাপন করে। আর এখান থেকেই চাঁদপুর, নোয়াখালী, ফেনীসহ এ অঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করত। পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করতে লাকসাম জংশন এলাকায় মুক্তিযোদ্ধাদের চারটি দল প্রচেষ্টা চালায়। এই বাহিনীগুলোর দায়িত্বে থাকাদের মধ্যে সুবেদার আবদুল জলিল, ক্যাপ্টেন মাহবুব, ব্রিগেডিয়ার দিদারুল আলম, মেজর এনাম আহমেদ ও ফ্লাইট সার্জন ছিদ্দিকুর রহমানের নাম জানা যায়।

পরবর্তীতে মিত্রবাহিনী লাকসাম জংশন ও সিগারেট কারখানাসহ বিভিন্ন অবস্থানের ওপর বিমান হামলা চালিয়ে পাকিস্তানি সেনাদের তিন দিক থেকে ঘিরে ফেলেন। দুই দিন ধরে প্রচণ্ড যুদ্ধের পর পাকিস্তান বাহিনী লাকসাম থেকে পশ্চিম দিকে মুদাফরগঞ্জ হয়ে চাঁদপুরের দিকে পালাতে থাকে। পালানোর সময় মিত্রবাহিনী চুনাতী নামক গ্রামে এবং মুক্তিবাহিনী শ্রীয়াং ও বাংলাইশে পাকিস্তান বাহিনীর ওপর আক্রমণ করে। এই আক্রমণে হানাদারদের অসংখ্য সেনা প্রাণ হারায়। অবশেষে ১১ ডিসেম্বর ভোরে মুক্তিবাহিনী লাকসামকে শত্রুমুক্ত ঘোষণা করে।

লাকসাম মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত