Ajker Patrika

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ০৪
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম-খুলনা আঞ্চলিক সড়কের শরীয়তপুরের মধ্যপাড়া এলাকায় কালভার্ট দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কালভার্টের উভয় পাশে আটকা পড়েছে দুই শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। ক্ষতিগ্রস্ত কালভার্টটির ওপর নতুন করে অস্থায়ী বেইলি সেতু নির্মাণকাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। দ্রুত সংস্কার শেষে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে দাবি শরীয়তপুর সওজ’র।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি লোহার কাঁচামাল বোঝাই ট্রাক মধ্যপাড়া কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় কালভার্টের অন্তত ১০ ফুট এলাকা দেবে যায়। তবে দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি অক্ষত অবস্থায় কালভার্ট থেকে নামতে সক্ষম হওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে কালভার্টটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরসিসি কালভার্টের ওপর দিয়ে অস্থায়ীভাবে বেইলি সেতু নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সওজ।

চট্টগ্রাম থেকে মাদারীপুর যাওয়ার পথে সকাল ১০টার দিকে শরীয়তপুরের মধ্যপাড়া এলাকায় আটকা পড়েন ট্রাক চালক গোবিন্দ বর্মণ। আশপাশে কোনো বিশ্রাম বা খাওয়া-দাওয়ার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন তিনি। গোবিন্দ বর্মণ বলেন, ‘কখন সেতু মেরামত হবে আর কখন মাদারীপুর যেতে পারব নিশ্চিত করে কিছুই বলতে পারছি না।’ গোবিন্দর মতো আরও শতাধিক ট্রাকচালকের একই অবস্থা।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৌশলীদের সিদ্ধান্ত অনুযায়ী বেইলি সেতু নির্মাণকাজ শুরু করেছি। আশা করি, আজ (মঙ্গলবার) রাতের মধ্যেই অস্থায়ী বেইলি সেতু নির্মাণ শেষ করতে পারব।’

উল্লেখ্য, এই সড়ক দিয়ে চট্টগ্রামের সঙ্গে খুলনা, বরিশাল, বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত