Ajker Patrika

এক আটক নিয়ে তুলকালাম

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৮
এক আটক নিয়ে তুলকালাম

টাঙ্গাইলে মেয়েসন্তানসহ এক তৃতীয় লিঙ্গের সদস্যকে আটকের ঘটনায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। গত বুধবার সন্ধ্যায় শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের তিন সদস্যকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে মনিকা নামের তৃতীয় লিঙ্গের ওই সদস্য জানান, তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার শেহরী পূর্বপাড়া গ্রামে। তিনি আগে ছিলেন কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। বিয়ের দুই বছর পর তাঁদের ঘরে একটি মেয়েসন্তানের জন্ম হয়। এরপর তাঁর শারীরিক পরিবর্তন শুরু হয়। এ কারণে তাঁর স্ত্রী ছেড়ে চলে যান। ২০১৮ সালে তিনি পুরোপুরি একজন নারীতে পরিণত হন। নতুন করে নাম রাখা হয় মনিকা। তাঁর মেয়েকে নিজেই লালন-পালন করেন। গত শনিবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি জামালপুরে যান মেয়েকে নিতে। এরপর বুধবার ঢাকায় ফেরার পথে তাঁকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

সদর থানার পরিদর্শক শামীম হোসেন বলেন, মনিকা তাঁর মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। কিন্তু তাঁর কোলে বাচ্চা শিশু দেখে বাসের অন্য যাত্রীদের সন্দেহ হয়। এরপর এক যাত্রী ৯৯৯-এ ফোন করে এ কথা জানান। পরে তাঁকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহমূলক আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ খবর পেয়ে তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা একত্র হয়ে ফাঁড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। এ সময় তিনজনকে আটক করা হয়।

এ পুলিশ সদস্য আরও জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রীকে খবর দেওয়া হলে তাঁর কাছ থেকে জানা যায় ওই সন্তান তাঁদের। তালাক দেওয়ার পর থেকে বাচ্চা স্বামীর কাছেই থাকে। এসব শুনে মনিকাকে ছেড়ে দেওয়া হয়। আর আটক তিনজনের নামে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত