Ajker Patrika

‘ভোটে কারোর প্রতি মায়া দেখাবেন না’

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৫৭
‘ভোটে কারোর প্রতি মায়া দেখাবেন না’

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমি কারও প্রতি দায়বদ্ধ নই। কাজেই ২৬ ডিসেম্বর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটে কোনো দল ও ব্যক্তির প্রতি আপনারা কোনো মায়া-মমতা দেখাবেন না। নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করে কোনো ব্যক্তি বা দল বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল শুক্রবার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ হলরুমে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, ‘নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ পান, সেটা নিশ্চিত করতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

বিশেষ অতিথি পুলিশ সুপার ইউসুফ আলী বলেন, ‘নির্বাচন এমন ঘটনা যেন না ঘটে, যাতে আমাদের সম্মান নষ্ট হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয় তা-ই করতে হবে। কোনো ভয়ভীতি পাবেন না। অপরাধীদের সংখ্যা যতই থাকুক না কেন? তারা মানসিকভাবে দুর্বল। এ ছাড়া এই সভা শেষ হওয়ার পর কোনো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত