Ajker Patrika

করোনা নয়, ওমিক্রন হতে পারে ঠান্ডাজনিত ভাইরাস

রয়টার্স, নিউইয়র্ক
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৫
করোনা নয়, ওমিক্রন হতে পারে ঠান্ডাজনিত ভাইরাস

ওমিক্রন নামের করোনাভাইরাসের সর্বশেষ ধরনটি আদৌ করোনাভাইরাস কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। ওমিক্রনকে সাধারণ ঠান্ডাজনিত ভাইরাসের একটি রূপ বলে ধারণা করছেন তাঁরা। ম্যাসাচুসেটসভিত্তিক বিশ্লষণী সংস্থা ‘এনফেরেন্স’র গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব মতামত উঠে এসেছে। তবে গবেষণাটি এখনো কোনো বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়নি।

নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে ওমিক্রন অনেকগুলো রূপ বদল করেছে। এসব রূপের মধ্যে অন্তত একটি রূপের জিনোম সিকোয়েন্সে সাধারণ ঠান্ডাজনিত ভাইরাসের জেনেটিক উপাদান পাওয়া গেছে।

গবেষণাটির প্রধান ভেঙ্কি সুন্দররাজন বলেন, ‘সাধারণ ঠান্ডাজনিত ভাইরাসের জেনেটিক উপাদান যখন ওমিক্রনের জিনোমের মধ্যে মিশে যাবে, তখন ধরনটি দুর্বল হয়ে অনেক বেশি ‘মানবিক’ হয়ে উঠবে। ফলে ওমিক্রনের এ ধরনটির মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে আক্রমণ করার সামর্থ্য কমে যাবে।’

এর অর্থ হলো, ওমিক্রন সাধারণ ঠান্ডাজনিত ভাইরাসের মতো হওয়ার বিষয়টি সত্যি হলে, এটি করোনার অন্য ধরনের চেয়ে দ্রুত ছড়াবে। অনেক সময় সামান্য উপসর্গ বা উপসর্গ ছাড়াই এটি ছড়াতে পারে। কিন্তু গুরুতর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যও এনফেরেন্সের গবেষণাকে সমর্থন করছে। ডব্লিউএইচওর বরাতে গার্ডিয়ান জানায়, ইতিমধ্যে বিশ্বের ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। কিন্তু নতুন এ ধরনজনিত মৃত্যুর এখনো কোনো খবর পাওয়া যায়নি।

আগের এক গবেষণার সূত্র ধরে রয়টার্স জানায়, আমাদের ফুসফুস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমে বা পরিপাকতন্ত্রের কোষগুলো একই সঙ্গে করোনা এবং সাধারণ ঠান্ডাজনিত ভাইরাসে আক্রান্ত হতে পারে। এতে করে একই কোষে দুটি ভাইরাস মিশে যায়। এ প্রক্রিয়ায় ভাইরাসগুলো কপি হতে হতে সম্পূর্ণ নতুন ধরনের একটি রূপ তৈরি হয়, যার মধ্যে করোনা ও সাধারণ ঠান্ডা ভাইরাসের উপাদান থাকে।

আর এই নতুন জিনোম সিকোয়েন্সটি কখনো কখনো একধরনের করোনাভাইরাসের মধ্যে পাওয়া যায়, যার দ্বারা আক্রান্ত হয়ে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এ ছাড়া, একই জিনোম সিকোয়েন্সটি এইচআইভি ভাইরাসেও কালেভদ্রে পাওয়া যায়, যার কারণে মানুষ এইডস রোগে আক্রান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত