Ajker Patrika

তিনজনের নাম প্রস্তাব করেছে বিকল্পধারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০: ৩৬
তিনজনের নাম প্রস্তাব করেছে বিকল্পধারা

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে চলমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে তিনজনের নাম প্রস্তাব করেছে বিকল্পধারা বাংলাদেশ।

গতকাল রোববার মাহি বি চৌধুরীর নেতৃত্বে বঙ্গভবনে সংলাপে যোগ দেয় বিকল্পধারা। সংলাপ শেষে মাহি জানান, বিকল্পধারার পক্ষ থেকে তারা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নাম প্রস্তাব করা হয়েছে। সার্চ কমিটির পাশাপাশি তাদের নির্বাচন কমিশনে রাখলেও বিকল্পধারার কোনো দ্বিমত নেই।

গতকাল রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছে গণফোরামের ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। ড. কামাল অসুস্থতার কারণে সংলাপে অংশ নিতে না পারায় দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে সংলাপে অংশ নেন দলটির নেতারা। তাঁরা ইসি গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

এদিকে বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া না দিলেও সংলাপ ব্যর্থ হচ্ছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলব এই সংলাপ ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত