Ajker Patrika

ঢামেকে কর্মচারী ও ছাত্রলীগের সংঘর্ষ

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ০৮
ঢামেকে কর্মচারী ও ছাত্রলীগের সংঘর্ষ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী ও কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জনি নামে হাসপাতালের এক কর্মচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মো. আল আমিন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদও অংশ নেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার কলেজে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের টেন্ডার ড্রপ করার কথা ছিল। সকাল ১০টার সময় ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণি সরকারি সমিতির পক্ষ থেকে আউটসোর্সিং জনবল নিয়োগের প্রতিবাদে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান করার কথা ছিল। এ সময় কলেজে প্রবেশ করতে গিয়ে কর্মচারীরা ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়েন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল অধ্যক্ষের সঙ্গে কথা বলে আউটসোর্সিং নিয়োগের বিষয়টি সুরাহা করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে কর্মচারীদের ধাওয়া দিয়ে হাসপাতালে প্রবেশ করেন। ১০৮ ও ১০৯ নম্বর মহিলা ওয়ার্ডে ঢুকে এক কর্মচারীকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর কর্মচারীরা ওয়ার্ডের কলাপসিবল গেট বন্ধ করে ছাত্রলীগের নেতাদের অবরুদ্ধ করে রাখেন। ঢামেক হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আশরাফুল আলম বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পরে সব ঠিকও হয়ে যায়।’

ঢামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার বলেন, ‘যাঁরাই এমন পরিস্থিতি সৃষ্টি করুক না কেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত