Ajker Patrika

৪৮ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৪
৪৮ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

বাসে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর নীলক্ষেতে কর্মসূচি পালন শেষে এ আলটিমেটাম দেন তাঁরা।

এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ দাবি করেছেন, ছাত্রদের জন্য বাসে অর্ধেক ভাড়া বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর হয়েছে। তবে কিছু কিছু জায়গায় অল্পসংখ্যক বাসে এখনো অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ পাচ্ছেন।

আবহাওয়া ভালো না থাকায় এবং নিয়মিত সংসদ অধিবেশন না হওয়ায় নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে জাতীয় সংসদে স্মারকলিপি দেওয়ার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ ঘোষণা দেয়।

সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘প্রথমে হাফ পাসের দাবিতে ২১ নভেম্বর থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আমরা দেখলাম, সড়কে চলছে মৃত্যুর মিছিল। তাই নিরাপদ সড়কের দাবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণেই আমরা একসঙ্গে নিরাপদ সড়ক ও সারা দেশে শর্তহীনভাবে হাফ পাসের দাবি করছি। এ জন্য আমরা ৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত সরকারকে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিলাম। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে সেই দিন আমরা স্মারকলিপি নিয়ে গণভবনে যাব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

মাঠে থাকবে মালিক সমিতি

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, ভাড়ার চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য পরিবহন মালিক-শ্রমিকের সমন্বয়ে গঠিত ৯টি ভিজিল্যান্স টিম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। ছাত্রদের অর্ধেক ভাড়া পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত