Ajker Patrika

মামলা তুলে না নিলে আত্মহত্যার হুমকি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৭
মামলা তুলে না নিলে আত্মহত্যার হুমকি

চেক জালিয়াতির মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি থেকে রক্ষা পেতে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন বেলাল উদ্দীন নামের এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হুমকি দেন তিনি। সংবাদ সম্মেলনে তাঁকে বাড়িছাড়া করার হুমকিরও প্রতিবাদ জানান।

ভুক্তভোগী বেলাল উদ্দীনের বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর গ্রামে। তিনি এসব অভিযোগ আনেন বালিয়াডাঙ্গী গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীনের বিরুদ্ধে। তাঁর বাড়ি উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ইক্ষু সেন্টারপাড়ায়। তবে, তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেলাল উদ্দীনের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান ছিলেন। লিখিত বক্তব্যে বেলাল উদ্দীন বলেন, চার লাখ টাকা জামানতের বিনিময়ে বালিয়াডাঙ্গী গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতিতে তিনি আট বছর কর্মরত ছিলেন। সোনালী ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা পরিশোধের কথা বলে তাঁর কাছ থেকে ১০ পাতার একটি চেকবই জমা নেন সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীন। পরে তিনি চাকরি ছাড়তে চাইলে তাঁর কাছ থেকে হিসাব-নিকাশ চূড়ান্ত করেন। কিছুদিন পর জানতে পারেন, তাঁর জমা দেওয়া চেকের পাতা ব্যবহার করে তাঁরই বিরুদ্ধে আদালতে ৪৩ লাখ টাকার চেক জালিয়াতির তিনটি মামলা করেছেন সমিতির প্রতিষ্ঠাতা। এই মামলাগুলো মিথ্যা উল্লেখ করে তিনি বালিয়াডাঙ্গী থানায় ও দিনাজপুর দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন। সাড়া না পেয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন।

বেলাল উদ্দীন অভিযোগ করেন, মামলার বিষয়টি জেনে সমিতির প্রতিষ্ঠাতা ও তাঁর লোকজন গত ১৯ সেপ্টেম্বর তাঁর পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে। প্রাণভয়ে তিনি সপরিবারে শ্বশুরবাড়িতে আছেন। এত টাকার মামলা থেকে নিস্তার না পেলে সপরিবারে আত্মহত্যা করবেন। তিনি আরও অভিযোগ করেন, সমিতির প্রতিষ্ঠাতা একজন দাদন ব্যবসায়ী।

তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বালিয়াডাঙ্গী গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীন। জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘সমিতির নামে কোনো অভিযোগ বেলাল করেননি। আমার বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন। মামলা দুটি খারিজ করে দিয়েছেন আদালত। দুদকে মামলার বিষয়টি আমি এখনো জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত