Ajker Patrika

যুবদলের ব্যানার ‘কেড়ে নিল’ পুলিশ

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯: ০১
যুবদলের ব্যানার ‘কেড়ে নিল’ পুলিশ

গাজীপুরের শ্রীপুরে যুবদলের কর্মিসভা থেকে ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ফাওগাইন উচ্চবিদ্যালয় মাঠে প্রহলাদপুর ইউনিয়ন যুবদলের কর্মিসভায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ্ বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে প্রহলাদপুর ইউনিয়নের কর্মিসভার কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পর শ্রীপুর থানা-পুলিশ প্রোগ্রাম ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশের সঙ্গে তর্কবিতর্ক শেষে ব্যানার ছাড়াই অনুষ্ঠানের কার্যক্রম শেষ করি।’

আতাউর রহমান মোল্লাহ্ সভাপতিত্বে ও সদস্যসচিব মাইদুর রহমান খান সজীবের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মন্ডল, আনোয়ার হোসেন লিটন, এরশাদ সরকার, মাহমুদুর রহমান রনি, আসিফ আকবর প্রমুখ।

শ্রীপুর থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, ‘অনুমতি না নিয়ে যুবদলের নেতা–কর্মীরা অনুষ্ঠানের আয়োজন করে। এ খবরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে নেতা-কর্মীর ছত্রভঙ্গ হয়ে চলে যায়। ব্যানার কেড়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত