Ajker Patrika

সৌমিত্রের বায়োপিকে মুগ্ধ তারিন

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৯: ৪৪
সৌমিত্রের বায়োপিকে মুগ্ধ তারিন

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা। নাম ‘অভিযান’। গতকাল মুক্তি পেয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় সিনেমাটির কাজ শুরু হয়। তাঁর যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সৌমিত্র নিজেও অভিনয় করেছেন ‘অভিযান’-এ।

মুক্তির আগে পয়লা বৈশাখের দিন কলকাতায় হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। এর সহপ্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন। তাঁর নিমন্ত্রণেই প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার সুযোগ হয় বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের। পয়লা বৈশাখের দিন ঢাকায় না থাকতে পেরে কিছুটা আফসোস ছিল এই অভিনেত্রীর। তবে সেই খারাপ লাগাটা ঘুচিয়ে দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত বায়োপিক ‘অভিযান’ উপভোগ করার সুযোগ। বায়োপিকটি দেখে খুবই মুগ্ধ তারিন জাহান।

 মুঠোফোনে কলকাতা থেকে তারিন তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একাধারে একজন অভিনেতা, লেখক, আবৃত্তিকার, রাজনীতিবিদ। সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের নবীন নির্মাতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তাতে তাঁরই অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। নিজেকে তিনি প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করেছেন। এসব বিষয় শিল্পীদের জন্য শিক্ষণীয়।’

তারিন যোগ করেন, ‘শিল্পীর জীবনে কত ধরনের যে উত্থান-পতন থাকে, কত ধরনের সংগ্রাম থাকে, কত মিথ্যাকে যে সত্য ভাবা হয়, আর কত সত্য যে ঢাকা পড়ে যায়, তা নতুন করে উপলব্ধি হলো অভিযান উপভোগ করে। বয়স বাড়লেই যে শিল্পী ফুরিয়ে যান না, তিনি তা প্রমাণ করে গেছেন। এবারের পয়লা বৈশাখে এমন একটি বায়োপিক উপভোগ করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার মনে হয়, এই বায়োপিক প্রত্যেক শিল্পীর আগ্রহ নিয়ে দেখা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত