সুমন পারভেজ, বাঘারপাড়া
নৌকার বাইরে অন্য প্রতীকে যাঁরা ভোট দিতে চান, তাঁদের গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর এক নির্বাচনী সমাবেশে ভোটারদের হুমকি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না। এমন খেলা খেলে দিবানে যে বাড়িতে ঘুমাতে পারবেন না। বাড়িতে যদি ঘুমাতে চান ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’
ওই রাতে নির্বাচনী সভায় দেওয়া দিলু পাটোয়ারীর তিন মিনিট ৫ সেকেন্ডের বক্তব্যের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাঁকে বলতে দেখা যায়, ‘কতিপয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মী বলছে ওমুক মার্কায় ভোট দেব। তারা ভোট দেওয়ার সুযোগ পাবে না। এমন জায়গায় চুলকিয়ে দেব, কাউকে দেখাতে পারবে না। হাসপাতালেও চিকিৎসা হবে না।
পুলিশের কাছে যেয়েও কাজ হবে না। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেবে?’
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তারপরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’
দিলু পাটোয়ারী এ-ও বলেন, ‘কারা কারা অন্য মার্কায় ভোট দিতে চায়, তালিকা করেন। এদের এমন শিক্ষা ২৭ তারিখ দেব, সে অন্য গ্রামে চলে যেতে বাধ্য হবে। মিন্টু চেয়ারম্যান হবে, কীভাবে হবে, ভোটের দিন দেখবেন।’
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভা থেকে এমন হুমকি আসার বিষয়ে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটোয়ারী দলের কেউ নন। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য; দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এ বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না।
নির্বাচনী সভায় এমন বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকার কাছে দাবি করেন, তাঁর বক্তব্য এডিট করা হয়েছে। তিনি এসব কথা বলেননি। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য, জহুরপুর ইউপি নির্বাচনে এবার নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
নৌকার বাইরে অন্য প্রতীকে যাঁরা ভোট দিতে চান, তাঁদের গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর এক নির্বাচনী সমাবেশে ভোটারদের হুমকি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না। এমন খেলা খেলে দিবানে যে বাড়িতে ঘুমাতে পারবেন না। বাড়িতে যদি ঘুমাতে চান ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’
ওই রাতে নির্বাচনী সভায় দেওয়া দিলু পাটোয়ারীর তিন মিনিট ৫ সেকেন্ডের বক্তব্যের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাঁকে বলতে দেখা যায়, ‘কতিপয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মী বলছে ওমুক মার্কায় ভোট দেব। তারা ভোট দেওয়ার সুযোগ পাবে না। এমন জায়গায় চুলকিয়ে দেব, কাউকে দেখাতে পারবে না। হাসপাতালেও চিকিৎসা হবে না।
পুলিশের কাছে যেয়েও কাজ হবে না। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেবে?’
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তারপরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’
দিলু পাটোয়ারী এ-ও বলেন, ‘কারা কারা অন্য মার্কায় ভোট দিতে চায়, তালিকা করেন। এদের এমন শিক্ষা ২৭ তারিখ দেব, সে অন্য গ্রামে চলে যেতে বাধ্য হবে। মিন্টু চেয়ারম্যান হবে, কীভাবে হবে, ভোটের দিন দেখবেন।’
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভা থেকে এমন হুমকি আসার বিষয়ে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটোয়ারী দলের কেউ নন। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য; দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এ বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না।
নির্বাচনী সভায় এমন বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকার কাছে দাবি করেন, তাঁর বক্তব্য এডিট করা হয়েছে। তিনি এসব কথা বলেননি। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য, জহুরপুর ইউপি নির্বাচনে এবার নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫