Ajker Patrika

মেলায় তারকাদের বই

মীর রাকিব হাসান
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৮
মেলায় তারকাদের বই

সৈয়দ আব্দুল হাদীর ‘জীবনের গান’
সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী লিখেছেন ‘জীবনের গান’। প্রথমা প্রকাশনের এ বইয়ে উঠে এসেছে শিল্পীর শৈশব, কৈশোর, যৌবন ও গানের জগতের পাশাপাশি চাকরিজীবনের অনেক ঘটনা। এই কণ্ঠশিল্পী হতে চেয়েছিলেন শিক্ষক; কিন্তু ভাগ্যচক্রে হয়েছেন গায়ক। আত্মজীবনীতে এমন অনেক চমকপ্রদ তথ্যই লিখেছেন তিনি।

আবুল হায়াতের ‘আষাঢ়ে’
বইমেলায় নিয়মিত প্রকাশিত হয় অভিনেতা ও নাট্যকার আবুল হায়াতের লেখা বই। এ বছর তিনি লিখেছেন ‘আষাঢ়ে’ নামের গল্পগ্রন্থ। এটি তাঁর লেখা ৩৪তম বই। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন।

 কুমার বিশ্বজিতের আত্মজীবনী
আজব প্রকাশ থেকে বেরিয়েছে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মজীবনী ‘এবং বিশ্বজিৎ’। শ্রুতিলিখনে সংগীতশিল্পী জয় শাহরিয়ার। কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার আত্মজীবনী অনেকেই লিখতে চেয়েছিলেন; কিন্তু জয়ের ওপর আস্থা ছিল বলেই সম্মতি দিয়েছি। এতে আমার শৈশব, কৈশোর থেকে শুরু করে সংগীতজীবনের চার দশকের নানা ঘটনা তুলে ধরা হয়েছে।’

জঙ্গীর গীতিকবিতার সংকলন
গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর নিজের লেখা গীতিকবিতার সংকলন ‘একদিন ঘুম ভাঙা শহরে’। প্রকাশ করেছে আজব প্রকাশ। বইয়ে ৫০টি গীতিকাব্যের সঙ্গে থাকছে গিটার কর্ডস ও অলংকরণ। বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে ৫০টি গীতিকবিতা স্থান পেয়েছে বইয়ে।

 তানভীর তারেকের ‘স্মৃতিদহন’
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক লিখেছেন স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘স্মৃতিদহন’। প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশ। তানভীর তারেক বলেন, ‘বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের পরিচয়-সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তাঁর প্রতি মোহগ্রস্ত সময়, মান-অভিমান, কৃতজ্ঞতায় বাঁধা মনের অবলোকনকেই বইয়ে প্রকাশের চেষ্টা করেছি।’

জয়ের ‘তোমাকেই বলে দেবো’
সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় প্রকাশ পেয়েছে সঞ্জীব চৌধুরীর গান-কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেবো’। প্রকাশক আজব প্রকাশ।

 শানুর ‘ঘুণমানুষ’
মডেল ও অভিনেত্রী শানারেই দেবী শানু ২০১৭ সাল থেকে প্রতিবছর একুশের বইমেলায় বই লিখছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি লিখেছেন মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস ‘ঘুণমানুষ’। প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

 লুৎফর হাসানের ‘জোনাকির নিজস্ব অন্ধকার’
এক যুগেরও বেশি সময় ধরে লেখালেখি করছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান। এবার বইমেলায় তিনি প্রথমবারের মতো কোনো গল্পগ্রন্থ উপহার দিলেন। ‘জোনাকির নিজস্ব অন্ধকার’ শিরোনামে বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ।

চমকের ‘টুটুম জানতে চায়: মেঘের কথা’
চমক হাসান ও তাঁর স্ত্রী ফিরোজা বহ্নির নতুন বই ‘টুটুম জানতে চায়: মেঘের কথা’। বইটি পাওয়া যাচ্ছে ‘আদর্শ’র স্টলে। চমক বলেন, ‘আমি আর বহ্নি দুজন মিলে বাচ্চাদের বইয়ের একটা সিরিজ লেখার পরিকল্পনা করছিলাম। সিরিজের নাম হবে “টুটুম জানতে চায়”। টুটুম খুব কৌতূহলী এক বাচ্চা, তার মা তাকে গল্পে গল্পে জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয় শেখায়। সেই সিরিজের প্রথম বই “টুটুম জানতে চায়: মেঘের কথা”।’

 পুতুলের কাব্যগ্রন্থ
কবিতা প্রকাশনী থেকে প্রকাশ পেল কণ্ঠশিল্পী পুতুলের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’। বইটি প্রসঙ্গে পুতুলের ভাষ্য, ‘করোনাকালে জীবন নিয়ে আমার যে উপলব্ধি হয়েছে তা তুলে ধরেছি এই কাব্যগ্রন্থে।’

কুমার বিশ্বজিৎ ও শানারেই দেবী শানু অন্যান্য
উপকথা প্রকাশন থেকে বেরিয়েছে কবি ও অভিনেতা মারজুক রাসেলের কাব্যগ্রন্থ ‘হাওয়া দেখি, বাতাস খাই’। কিংবদন্তী প্রকাশন বের করেছে কণ্ঠশিল্পী প্রবর রিপনের কাব্যগ্রন্থ ‘গোধূলী ক্যাবারে’। মৌসুমী-আনিসুর রহমান মিলন অভিনীত ‘রাত্রির যাত্রী’ সিনেমার চিত্রনাট্য নিয়ে নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের বই ‘রাত্রির যাত্রী’। প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত