Ajker Patrika

তালুকদার হাউসের অবৈধ অংশ ভাঙা শুরু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১১: ২২
তালুকদার হাউসের অবৈধ অংশ ভাঙা শুরু

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দেশওয়ালিপট্টির তালুকদার হাউস নামের ১১ তলা ভবনটির অনুমোদনহীন বর্ধিত অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ কাজ শুরু করে সিটি করপোরেশন।

সিটি করপোরেশন সূত্র জানায়, ভবনটির মালিক সাদেকুল ইসলাম কুমিল্লা পৌরসভা থাকাকালীন পাঁচ তলা ভবনের অনুমোদন নেন। পরবর্তীতে দেড় বছর পর পাঁচ তলার ওপর গড়ে তোলেন আরও ছয় তলা। নকশা বহির্ভূতভাবে এবং ভবন নির্মাণ আইন অমান্য করে নির্মাণকাজ চলমান থাকায় ভবন মালিককে নির্মাণকাজ বন্ধ রাখার চিঠি দেয় সিটি কর্তৃপক্ষ। এর পর কয়েকবার ভবনের সামনে ঝুঁকিপূর্ণ ভবন এবং পরিত্যক্ত ঘোষণা করে ব্যানার টানিয়ে দেওয়া হলেও মালিক নির্মাণকাজ থামাননি। পরে বিদ্যুৎ ও পানির লাইনও বিচ্ছিন্ন করে দেয় সিটি করপোরেশন।

সর্বশেষ গতকাল সোমবার সিটি করপোরেশন কর্তৃপক্ষ ভবনের মালিককে আবারও চিঠি দেয়। চিঠিতে গতকাল মঙ্গলবার মালিককে ভবনের স্থানে থাকার নির্দেশ দেয়। কিন্তু সকালে কুমিল্লা সিটি মেয়রসহ সিটি কর্তৃপক্ষ ওই ভবনে গিয়েও মালিককে পাননি।

কুমিল্লা সিটি করপোরেশনের সার্ভেয়ার আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘ভবনের মালিককে বারবার নোটিশ দেওয়ার পরও তিনি তা মানেননি। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবনের বর্ধিত অংশ গতকাল সকাল থেকেই ভেঙে ফেলার কাজ শুরু করেছে সিটি কর্তৃপক্ষ।’

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, ‘সিটি কর্তৃপক্ষ ইতিমধ্যে নগরীতে যেসব ভবন নকশা বহির্ভূত এবং নকশার অনুমোদন ছাড়া গড়ে উঠেছে সেগুলোর তালিকা করেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনবল সংকটের কারণে প্রক্রিয়াটিতে ধীরগতি থাকলেও অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত