Ajker Patrika

খালেদার মুক্তি চেয়ে বিএনপির গণ-অনশন

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৮: ০৩
খালেদার মুক্তি চেয়ে বিএনপির গণ-অনশন

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো এবং তাঁর স্থায়ী মুক্তির দাবিতে সিরাজগঞ্জ ও জয়পুরহাটে দলটির পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচি পালিত হয়ছে। জেলা ও উপজেলা প্রতনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সিরাজগঞ্জ সংবাদদাতা

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি গণ-অনশন কর্মসূচি পালন করছে।

গতকাল শনিবার ই বি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয় এ গণ-অনশন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান লেবুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তাফাজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল জোয়ারদার, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান রহমান ভুইয়া, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপির নেতা কর্মীরা গণ-অনশন কর্মসূচি পালন করছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল শনিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল ৯টা থেকে অনশন শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

গণ-অনশনে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল, বিএনপি নেতা ফজলুর রহমান, ইব্রাহীম হোসেন ফকির, কামরুজ্জামান কোমল, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান প্রমুখ।

বগুড়া প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় গণ-অনশন পালন করেছে বিএনপি। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা দলীয় কার্যালয়ের সামনে তারা এই অনশন পালন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সাবেক সাংসদ মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

গণ-অনশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম আহ্বায়ক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত