Ajker Patrika

ব্যবসায়ীকে কুপিয়ে জখমের বিচারের দাবি

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০১
ব্যবসায়ীকে কুপিয়ে জখমের বিচারের দাবি

বরগুনায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ১১টায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি-নলী সেতু এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগী ব্যবসায়ী সবুরের পরিবারের সদস্য এবং এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে হামলার শিকার সবুরের দুই বোন জাকিয়া ও রুবি আক্তার জানান, গত ৩ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সবুর হাওলাদারকে (৪৫) কুপিয়ে জখম করে একই এলাকার রুহুল আমিন, মিরাজ ও জহিরুল। এর আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আজগরকাঠি এলাকায় একটি দোকানের সামনে পাওনা টাকা নিয়ে তর্ক ও বাগ্‌বিতণ্ডা হয় তাঁদের। এ সময় সবুরকে কোপানোর হুমকি দেয় রুহুল আমিন ও জহিরুল।

এ বিষয়ে রুহুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত