Ajker Patrika

স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৭
স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার

পাইকগাছার লস্কর ইউনিয়নের শিববাড়ী সেতু হয়ে গড়ইখালী যাওয়ার পিচ ঢালা বেহাল সড়কটি সংস্কার করা হয়েছে। গত বুধবার থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এলাকাবাসীদের নিয়ে এ সংস্কারকাজ শুরু করেন লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, উপজেলার আলমতলা গ্রামের দক্ষিণ বিলের স্লুইসগেট গেটের ওপরের ক্ষতিগ্রস্ত সড়ক, খড়িয়ার ভড়েঙ্গার স্লুইসগেট গেটের ওপরের ক্ষতিগ্রস্ত সড়ক, মিনাজ বাজার সংলগ্ন স্লুইসগেট গেটের ওপরের ক্ষতিগ্রস্ত সড়ক, মিনহাজ স্লুইসগেট গেটের ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজ চালাচ্ছেন এলাকাবাসী। চেয়ারম্যান তুহিন নিজে উপস্থিত থেকে ইউপি সদস্য ও স্থানীয় যুবকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতের কাজ করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির পানি নিষ্কাশনের স্লুইসগেট গেটের ওপরের অংশে গর্ত সৃষ্টি হয়ে বেহাল হয়ে পড়ে ছিল। ইতিপূর্বে আরিফুজ্জামান তুহিন নিজ উদ্যোগে কয়েকবার সড়কটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা সংস্কার করেন। কিন্তু কিছুদিন পরেই যা তাই হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কার না করায় তুহিন আবারও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়টি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

সোহেল রানা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এ সড়ক দিয়ে লস্কর ও গড়ইখালী দুটি ইউনিয়নের প্রায় ৭০ গ্রামের মানুষ চলাচল করেন। চলাচল করে শত শত যানবাহন। দীর্ঘদিন ধরে সড়কটিতে উঁচু-নিচু গর্ত থাকার কারণে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিনের উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছে। এখন সড়কটি যানবাহন চলাচলের উপযোগী হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, ‘জনদুর্ভোগের কথা ভেবে ইউপি সদস্য ও স্থানীয় যুবকদের নিয়ে রাস্তাটির সংস্কারকাজ শুরু করি। ইতিমধ্যে কাজ শেষ হয়েছে। আশা করি এলাকার মানুষ উপকৃত হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত